বেলাবতে পানিতে ডুবে দুই শিশুর মৃতু্য

প্রকাশ | ০৬ মার্চ ২০২১, ০০:০০

বেলাব (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর বেলাবতে পুকুরের পানিতে ডুবে শামিউল ইসলাম ফোয়াদ (৪) ও লিজা আক্তার (৩) নামে দুই শিশুর মর্মান্তিক মৃতু্য হয়েছে। নিহত শিশু দুটি সম্পর্কে চাচাত ভাই-বোন। নিহত শিশু শামিউল ইসলাম ফোয়াদ বীর বাঘবের গ্রামের শাহাদত হোসেনের ছেলে ও লিজা আক্তার একই গ্রামের মো. মনির হোসেনের মেয়ে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১০টায় উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের টানপাড়া গ্রামে। নিহত শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে শিশু ফোয়াদ ও লিজা খেলতে বের হয়। পরে তাদের দীর্ঘ সময় ধরে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে বের হয়। পরে পুকুরে তলস্নাশি চালানোর সময় প্রথমে লিজা ও পরে ফোয়াদের লাশ পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।