বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রকাশ | ০৬ মার্চ ২০২১, ০০:০০

ডেস্ক রিপোর্ট
মাদারীপুরে পাঁচটি গ্রম্নপে চার হাজার প্রতিযোগী স্টাফ রিপোর্টার, মাদারীপুর মাদারীপুরের শিবচরে পদ্মাসেতুর এপ্রোচ সড়কে শুক্রবার সকাল ১০টায় ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে সেনা বাহিনীর ৯ম পদাতিক ডিভিশন ও সাভার এরিয়ার সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগীতা হয়। ৫টি গ্রম্নপে জেলার চারটি উপজেলার প্রায় ৪ হাজার প্রতিযোগী ৫ কিলোমিটারের এ দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি। পদ্মাসেতুর জাজিরা পয়েন্টের টোলপস্নাজা থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে পাঁচ কিলোমিটার পথ গিয়ে ইউটার্ন হয়ে আবার টোলপস্নাজায় এসে শেষ হয়। পরে পাঁচটি গ্রম্নপে ৩ জন করে বিজয়ী মোট ১৫ জনকে পুরস্কার দেওয়া হয়। মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লে. কর্নেল মো. ফারুক আহমেদ ভূঁইয়া, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর ইউএনও আসাদুজ্জামান, সদর ইউএনও সাইফুদ্দিন গিয়াস ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ। কালুখালীতে অংশগ্রহণ করেন ১০৮১ জন ম কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি রাজবাড়ীর কালুখালীতে ম্যারাথন প্রতিযোগিতায় ১০৮১ জন অংশ নিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো)। ভারপ্রাপ্ত ইউএনও শেখ নুরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খোন্দকার মুহাম্মদ আবু জালাল, ইন্সপেক্টর তদন্ত আব্দুল গণি, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন রানা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আকামত আলী মন্ডল প্রমুখ। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন দামুকদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের হোসেন, দ্বিতীয় রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আকাশ মোলস্না এবং ফারুক খান তৃতীয় হয়েছেন। নেত্রকোনায় পাঁচ কি.মি. জুড়ে প্রতিযোগিতা স্টাফ রিপোর্টার, নেত্রকোনা নেত্রকোনা জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ৭টায় জেলা শহরের মোক্তারপাড়া মাঠ থেকে ৫ কিলোমিটার এই ম্যারাথন দৌড় শুরু হয়। পারলা বিজিবি ক্যাম্প ঘুরে একই স্থানে এসে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান। উপস্থিত ছিলেন পুলিশ সুপার আকবর আলী মুনসী, মেজর লেলিন হোসাইন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ। প্রতিযোগিতায় শামীম আহমেদ প্রথম স্থান, মুজাহিদ দ্বিতীয় স্থান এবং ইউসুফ তৃতীয় স্থান লাভ করেছেন। ওসমানীনগরে প্রতিযোগিতা দেখতে মানুষের ঢল ম ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি সিলেটের ওসমানীনগরে বৃহস্পতিবার বিকেলে ওসমানীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত ম্যারাথন দেখতে মানুষের ঢল নামে। উপস্থিত ছিলেন ইউএনও তাহমিনা আক্তার, এসিল্যান্ড আফসানা তাসনিম, ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আবদাল মিয়া, গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, যুগ্ম সাধারণ সম্পাদক অরুণোদয় পাল ঝলক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফ মোহাম্মদ নেয়ামত উলস্নাহ, মহিলাবিষয়ক কর্মকর্তা ফাহমিদা খানম, সমাজ সেবা কর্মকর্তা জয়তী দত্ত, উপজেলা প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল ধর, সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, সহ-সভাপতি আবদুল মতিন, শিক্ষক নেতা অজিত পাল, তরুণ দেব, সালেহ আহমদ, অজয় দেব, মতি লাল দাস, সন্তোষ দেব, হাবিব চৌধুরী, জুনেদ আহমদ প্রমুখ। উপজেলা কমপেস্নক্সের সামনে থেকে তাজপুর কদমতলায় গিয়ে আবারও উপজেলা কমপেস্নক্সে এসে শেষ হয় এ দৌড় প্রতিযোগিতা। ৫ কিলোমিটার দৈর্ঘ্যের এ ম্যারাথনে কয়েক শতাধিক লোক অংশ নেন।