গফরগাঁওয়ের ব্রহ্মপুত্র পাড়ের নিভৃত গ্রামে অনন্য বইমেলা

প্রকাশ | ০৬ মার্চ ২০২১, ০০:০০

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
স্বাধীন সুলতানদের আমলের প্রায় ছয়শ বছরের পুরনো ময়মনসিংহ-গফরগাঁও-টোক সড়ক। এই সড়কের কোলঘেঁষে বয়ে চলেছে পুরনো ব্রহ্মপুত্র নদ। এই পুরনো ব্রহ্মপুত্রের পাড়ে সড়কের অপর পাশে গফরগাঁও উপজেলার শাঁখচূড়া নামক নিভৃত গ্রামে আলোকিত মানুষ গড়ার প্রতিষ্ঠান মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন ও পাঠাগার। প্রতিষ্ঠানটির রজতজয়ন্তীতে শুক্রবার স্থানীয় শাখচূঁড়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজন করা হয়েছে এক অনন্য ও ব্যতিক্রমধর্মী বইমেলা। স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল আনুষ্ঠানিকভাবে এই বইমেলার উদ্বোধন করেন। ব্যতিক্রমধর্মী বইমেলায় ৮০ থেকে ৫০ শতাংশ ছাড়ে বই বিক্রি করা হয়। মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন ও পাঠাগার উদ্যোগে আয়োজিত এই বইমেলায় ১১টি স্টলে বিক্রির জন্য প্রায় ৭ হাজার বই কেনা হয়েছে। নিভৃত পলস্নীর কৃষি অধু্যষিত এই গ্রামে এমন বইমেলার আয়োজকদের একজন ওই গ্রাম থেকে উচ্চশিক্ষায় বেরিয়ে আসা ড. আহমেদ মুনিরুছ সালেহীন। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব। তিনি জানান, মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে শিক্ষাবিদ এবি মুসলেহ উদ্দিনের নামে মুসলেহ উদ্দিন ফাইন্ডেশন ও পাঠাগারের প্রতিষ্ঠা। আর গ্রামের মানুষের সঙ্গে, গ্রামের মেধাবীদের সঙ্গে বইয়ের নিবিড় সম্পর্ক স্থাপনের জন্য এ বইমেলার আয়োজন।