শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ২৬, আটক ১০

স্বদেশ ডেস্ক
  ০৭ মার্চ ২০২১, ০০:০০

হত্যা ও মাদক মামলাসহ নানা অপরাধে ছয় জেলায় ২৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, কুড়িগ্রামের ফুলবাড়ী, বাগেরহাটের মোংলা বন্দর, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সাভারের আশুলিয়া, জয়পুরহাটের আক্কেলপুর ও কালাই থেকে এসব আসামি গ্রেপ্তার করা হয়। অন্যদিকে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় নওগাঁর সাপাহারে ১০ জনকে আটক করা হয়েছে। আমাদের আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট- ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩৬ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছের্ যাব ১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্য। এ সময় গাঁজাবহনকারী একটি পিকআপ জব্দ করা হয়। গত শুক্রবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপস্নাজার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- জেলার কসবা উপজেলার বায়েক গ্রামের তাজুল ইসলাম- (১৯) ও চারুয়া গ্রামের মইন উদ্দিন (১৮)। এ ঘটনায় কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে। কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ীতে অর্থের বিনিময়ে জুয়া খেলার অভিযোগে সাত জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার পশ্চিম ফুলমতী গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে জুয়াড়িদের গ্রেপ্তারসহ ৪ হাজার ৬০ টাকা ও দুই সেট তাস জব্দ করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার সকালে কুড়িগ্রামে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে ওই গ্রামে পুলিশ অভিযান চালায়। এ সময় জুয়া খেলারত অবস্থায় একই গ্রামের রবিউল ইসলাম (২৬), জাহিদুল ইসলাম (৩৮), বুলবুল (২৮), মজিদুল ইসলাম (৫০), এমদাদুল হক (৩৮), আব্দুল কুদ্দুস (৩৪) ও হামিদুল ইসলামকে (৩১) হাতেনাতে গ্রেপ্তার করে। বাগেরহাট : বাগেরহাটের মোংলা বন্দর উপজেলা শহরে অভিযান চালিয়ে গাঁজাসহ জাহিদুল ইসলাম জুয়েল (২৮) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে মোংলা পৌরসভার জয়বাংলা সড়ক থেকে জুয়েলকে আটক করা হয়। এ সময় পুলিশ তার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা জব্দ করে। আটক জুয়েল জয়বাংলা সড়কের জাহাঙ্গীর শেখের ছেলে। এ ঘটনায় মোংলা থানার এসআই লিটন বিশ্বাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাছিমপুর গ্রামের জালাল মিয়া (৪৫) ও তার ছেলে নজরুল ইসলাম বাবু (২৩) হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সোনারগাঁ থানার মিরেরটেক থেকে তাওলাদ হোসেন (৪২) ও রূপগঞ্জের মুড়াপাড়া থেকে রিয়াজ মিয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার তাওলাদের বিরুদ্ধে রূপগঞ্জ ও সোনারগাঁ থানায় হত্যা, মাদক, ছিনতাই ও পুলিশের ওপর হামলাসহ ১৮টি এবং রিয়াজের বিরুদ্ধে ৭ থেকে ৮টি মামলা রয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি তাওলাদ ও রিয়াজ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে। সাভার : সাভারের আশুলিয়ায় মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৫০৩ পুড়িয়া হেরোইন ও প্রায় অর্ধশত ইয়াবা জব্দ করা হয়। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ। এর আগে শুক্রবার রাত ৯টায় আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার জাহাঙ্গীর আলম ও বাগেরহাট জেলার কচুয়া থানার মসনি গ্রামের মনির হোসেন। আক্কেলপুর (জয়পুরহাট) : জয়পুরহাটের আক্কেলপুরে ফেনসিডিল ও গাঁজাসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে আক্কেলপুর পৌর এলাকার সোনামুখী ব্রিজে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলো বগুড়ার আদমদীঘি থানার শান্তাহার এলাকার আতাউর রহমানের স্ত্রী সালমা বেগম (৩৩), মোকছেদের স্ত্রী লাইলী (৫৫) এবং জেলার দুপচাঁচিয়া থানার ভালী গ্রামের সামাদ মন্ডলের স্ত্রী রওশন আরা (৫৮)। কালাই (জয়পুরহাট) : জয়পুরহাটের কালাইয়ে অভিযান চালিয়ে আট জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ অপর অভিযানে এক মাদক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করেছে। রোববার সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে গ্রেপ্তারদের জেলহাজতে পাঠানো হয়েছে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদে উপজেলার দেওগ্রামের শাহীন পুকুর পাড়ের একটি জুয়ার আসর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- আমিরুল ইসলাম (৩০), আবু বক্কর সিদ্দিক (২৬), সাজু রহমান (২২), আহসান হাবিব (২৪), শফিকুল ইসলাম (২১), ফেরদৌস সরদার (২৮), সবুজ মিয়া (২৫) এবং আবু রায়হান মন্ডল। তারা সবাই উপজেলার দেওগ্রামের বাসিন্দা। এদিকে পৌরসভার মুলগ্রাম মহলস্নার মৃত ময়েজ উদ্দিনের ছেলে বাদেশ আলীকে ১০ পুরিয়া গাঁজা বিক্রি করার সময় তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। কালাই থানার ওসি সেলিম মালিক জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১০ নারী-পুরুষকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি। বিজিবি নওগাঁ-১৬ ব্যাটালিয়নের ই-কোম্পানি হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল কুদ্দুস জানান, শনিবার ভোরে সীমান্তের ২৩৬ মেইন পিলার এলাকার কৃষ্ণসদা গ্রামের পাশ দিয়ে ভারত থেকে একদল নারী-পুরুষ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল সেখানে গিয়ে তাদের আটক করে। আটকরা হলেন- গোপালগঞ্জের কোটালীপাড়ার পার্থ বিশ্বাস (২০), মাদারীপুরের ডাসার থানার প্রাণতোষ তপাদার (২২), যশোরের মনিরামপুরের রাজীব চক্রবর্তী (২৯), চট্টগ্রামের সাতকানিয়ার রনি বড়ুয়া (২০), পিরোজপুরের নজিরপুরের রনি গোপাল বাওয়ালী (৩৭), যশোরের বেনাপোলের হাবিবুর রহমান (২২), কক্সবাজারের রামু থানার নারায়ণ বড়ুয়া (২০), নড়াইলের মুন্নি বিশ্বাস (২৪) ও গোপালগঞ্জের মোকসুদপুরের স্বপ্না বেগম (৩০)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে