মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গাজীপুরে নতুন তিন কেন্দ্রে দেওয়া হবে করোনা টিকা

গাজীপুর প্রতিনিধি
  ০৭ মার্চ ২০২১, ০০:০০

গাজীপুরে রোববার হতে নতুন আরও তিনটি কেন্দ্র (হাসপাতাল) থেকে করোনা টিকা দেওয়া হবে। কেন্দ্রগুলো হলো- গাজীপুর মহানগরের কাশিমপুরের তেতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেছা বিশেষায়িত হাসপাতাল এবং গাজীপুর সিটি করপোরেশন পরিচালিত ধীরাশ্রম এলাকার রাবেয়া মাতৃসদন ও টঙ্গীর মরকুন এলাকার নগর মাতৃসদন।

গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, আগে গাজীপুর সিটির শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ আহসান উলস্নাহ মাস্টার জেনারেল হাসপাতাল, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স সেন্টার থেকে করোনা টিকা দেওয়া হতো। টিকা প্রদান কার্যক্রমকে জনগণের আরও কাছে নিয়ে যাওয়ার জন্যই কেন্দ্র সংখ্যা বাড়ানো হয়েছে। শুক্রবার পর্যন্ত গাজীপুরে প্রায় ৯০ হাজার মানুষ করোনা টিকা নিয়েছেন।

আগে শুক্রবার কোনো করোনা টিকা দেওয়া হয়নি। শহীদ আহসান উলস্নাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে এখন শুক্রবারও করোনা টিকা দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে