বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ার প্রত্যয়

প্রকাশ | ০৮ মার্চ ২০২১, ০০:০০

স্বদেশ ডেস্ক
ঐতিহাসিক ৭ মার্চ উদ্‌যাপন উপলক্ষে বগুড়ার ধুনটে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান এমপি -যাযাদি
৭ মার্চ ছিল বাঙালি জাতির জীবনে এক ঐতিহাসিক দিন। ৪৯ বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। বাংলার স্বর্বস্তরের স্বাধীনতাকামী ৭ কোটি মানুষকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। ঐতিহাসিক ভাষণের মাধ্যমে তিনি স্বাধীনতাকামী একটি নিরস্ত্র জাতিকে সশস্ত্র যুদ্ধের জন্য জাগিয়ে তুলেছিলেন। তার দেওয়া ঐতিহাসিক এ ভাষণ পরে বাঙালির স্বাধীনতা সংগ্রামের বীজমন্ত্র হয়ে পড়ে। '৭১-এর ৭ মার্চের এই উদ্দীপ্ত ঘোষণায় স্বাধীনতার দিকনির্দেশনা পেয়ে দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে। যার চূড়ান্ত পর্যায়ে এসে ৯ মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি পায় স্বাধীনতা। যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে এ দিনটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল-শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর ভাষণ, আবৃত্তি, চিত্রাঙ্কন, সংগীত, নৃত্য প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার, বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি ও চলচ্চিত্র প্রদর্শনী, মিলাদ ও দোয়া মাহফিল এবং ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য শীর্ষক আলোচনা ইত্যাদি। আমাদের আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট- টাঙ্গাইল : টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। মুখ্য আলোচক ছিলেন টাঙ্গাইল-৫ আসনের এমপি ছানোয়ার হোসেন। টাঙ্গাইল জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক ডক্টর আতাউল গনির সভাপতিত্বে ওই আলোচনায় অংশ নেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। অপরদিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর মু্যরালে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন ঐতিহাসিক ভাষণ দিবসের কর্মসূচির উদ্বোধন করেন। নেত্রকোনা : নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে শহরের মোক্তারপাড়া মুক্তমঞ্চে জাতির পিতার প্রতিকৃতিতে সকাল ৮টায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, সদর ইউএনও মাসুদা আক্তার, জেলা সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি শামছুজ্জোহা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন প্রমুখ। বরিশাল :বরিশাল নগরীর সোহেল চত্বরের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। পরে সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুলস্নাহ্‌। এরপরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রমুখ শ্রদ্ধা নিবেদন করেন। অন্যদিকে, নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন বঙ্গবন্ধুর মু্যরালে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল, মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার প্রমুখ। কুড়িগ্রাম : কুড়িগ্রামে শেখ রাসেল অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের উপর আলোচনা সভা, সাংষ্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। এছাড়াও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর : শেরপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল প্রমুখ। বেলা সাড়ে ১১টায় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী প্রমুখ। বরুড়া (কুমিলস্না) : কুমিলস্নার বরুড়ায় ছোট তুলাগাঁও মহিলা কলেজ মিলনায়তনে রচনা প্রতিযোগিতা ও ৭ মার্চের ভাষণের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিহা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের সমন্বয়ক রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক প্রভাষক শাখাওয়াত হোসেন, মাহমুদুল হাসান, নাইমুর রহমান রতন মন্ডল, হোসেন আহম্মেদ, রুহুল আমিন, সুমন মিয়া ও নুরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৭ মার্চের ভাষণ হলো সেই ভাষণ যার মাধ্যমে নতুন একটি দেশের ও নতুন একটি স্বাধীন জাতিসত্তার জন্ম হয়েছে। থানচি (বান্দরবান) : বান্দরবানের থানচিতে ৬ ও ৭ মার্চ ২ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ। গৃহিত কর্মসূচির মধ্যে রোববার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইউএনও আতাউল গণি ওসমানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা। কালুখালী (রাজবাড়ী) : রাজবাড়ীর কালুখালীর চাঁদপুর বাসস্ট্যান্ড মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলিসহ পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী, ভারপ্রাপ্ত ইউএনও শেখ নুরুল আলম, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়ার্দ্দার, কালুখালী থানার ওসি মাসুদুর রহমান, পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি, এসআই মনির হোসেন, আশিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সার্জেন্ট (অব) আকামত আলী মন্ডল, ডেপুটি কমান্ডার আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান প্রমুখ এতে অংশ নেন। পরে উপজেলা মিলনায়তনের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী তার বক্তব্যে বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলাদেশ গড়ার জন্য সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সাহায্য করার আহ্বান জানান। বিলাইছড়ি (রাঙামাটি) : বিলাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারস্যান উৎপলা চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা প্রমুখ। গৌরীপুর (ময়মনসিংহ) : গৌরীপুরে সকাল সাড়ে ১০টায় স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজলা পরিষদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। উপজেলা চেয়াম্যান মোফাজ্জল হোসেন খান, ইউএনও হাসান মারুফ, উপজেলা মুক্তিযাদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম ও ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিনের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়। এতে অংশগ্রহণ করেন এসি ল্যান্ড আবিদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি প্রমুখ। হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীর মডেল থানা উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল অর্পণ করেন ইউএনও রুহুল আমিন, এসি ল্যান্ড শরীফ উল্যাহ, ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা প্রমুখ। পঞ্চগড় : পঞ্চগড় সার্কিট হাউসের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর মু্যরালে পুষ্পস্তবক স্থাপন করেন জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি। বিকাল সাড়ে ৩টায় জেলার সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। দুমকি (পটুয়াখালী) : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস চ্যান্সেলর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ অনুষদের ডিন ও সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী। শ্রদ্ধা নিবেদন শেষে প্রফেসর ড. জাহিদ হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী এবং ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর আ ক ম মোস্তফা জামান। সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা চত্বরে জাতির পিতার মু্যরালে পুষ্পার্ঘ অর্পণ করে শ্র্রদ্ধা নিবেদন করা হয়। ইউএনও আতিকুল ইসলামের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন এসি ল্যান্ড মোস্তাফা মুন্না, সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ। পোরশা (নওগাঁ) : নওগাঁর পোরশায় দিবস উপলক্ষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার মুক্তিযোদ্ধা কমপেস্নক্সের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্‌ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও নাজমুল হামিদ রেজা। আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর মু্যরালে পুষ্পস্তবক অর্পণ শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও সীমা শারমিন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু রেজা খান প্রমুখ। কয়রা (খুলনা) : কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন। সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ইউএনও অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শিক্ষক বরুণ কুমারের সঞ্চলনায় সভায় ৭ মার্চের ভাষণ উপস্থাপন করেন উপজেলা প্রাণিসম্পাদ অফিসার ডাক্তার কাজী মোস্তাহিন বিলস্নাহ। বক্তৃতা করেন কয়রা থানার ওসি রবিউল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু প্রমুখ। লালপুর (নাটোর) : নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের পক্ষে পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইউএনও উম্মুল বানীন দু্যতিসহ অন্য কর্মকর্তারা। এ ছাড়া নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামী লীগের একাংশ। লালপুর উপজোলা আওয়ামী লীগের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজোলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুসহ অন্য নেতারা। মণিরামপুর (যশোর) : যশোরের মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সৈয়দ জাকির হাসান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম প্রমুখ। নাটোর : নাটোরে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে সেখানে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান প্রমুখ। ভেদরগঞ্জ (শরীয়তপুর) : ভেদরগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। পরে উপজেলার শহীদ আক্কাস শহীদ মহিউদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও তানভীর আল নাসীফ। উপস্থিত ছিলেন এসি ল্যান্ড শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসপন মোড়ল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওালাদার, পৌর মেয়র আবুল বাশার চোকদার, ভেদরগঞ্জ  থানার ওসি রাশেদুল বাড়ী প্রমুখ। কাউনিয়া (রংপুর) : রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদ চত্বর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তারা বলেন, মুক্তির লড়াইয়ে সবাইকে শামিল করতে ৭ মার্চ বঙ্গবন্ধু উজ্জীবনী ভাষণ দেন। যা ছিল দূরদর্শী। উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, ইউএনও উলফৎ আরা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার প্রমুখ সভায় বক্তব্য রাখেন। শিবগঞ্জ (বগুড়া) : বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় ইউএনও আলমগীর কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন এসিল্যান্ড মৌলি মন্ডল, মেয়র তৌহিদুর রহমান মানিক, শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম, প্রকৌশলী সিহাদুল ইসলাম। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে মিলনায়তনে ইউএনও মোহাম্মদ নূর-এ-আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া প্রমুখ। চিলমারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের চিলমারীতে ৭ মার্চ দিবস পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও এ ডবিস্নউ এম রায়হান শাহ্‌র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। সভায় মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম চৌধুরী, চিলমারী মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ জাকির হোসেন। ডামুড্যা (শরীয়তপুর) :শরীয়তপুরের ডামুড্যায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করেন ইউএনও মতুর্জা আল মুঈদ। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী, মহিলা ভাইস খাদিজা খানম লাভলী, মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, ডামুড্যা থানার ওসি তদন্ত এমারত হোসেন প্রমুখ। শিবপুর (নরসিংদী) : নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর মু্যরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহন, উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান, ইউএনও কাবিরুল ইসলাম খান, এসিল্যান্ড শ্যামল চন্দ্র বসাক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল প্রমুখ। ধনবাড়ী (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মধুপুর-ধনবাড়ীতে ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ দোয়া মুনাজাত এবং নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, ইউএনও শেখ শামছুল আরেফীন, এসিল্যান্ড, মহিলা ভাইস চেয়ারম্যান লিনা বকল, সাংবাদিক হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে, মধুপুরে ইউএনও আরিফা জহুরা, সহকারী পুলিশ সুপার শাহীনা আক্তার, এসিল্যান্ড আব্দুল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, মধুপুর থানার ওসি তারিক কামাল উপস্থিত ছিলেন। তিতাস (কুমিলস্না) : কুমিলস্নার তিতাসে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, ইউএনও রাশেদা আক্তার, ওসি সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক মহসীন ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির প্রমুখ। লাখাই (হবিগঞ্জ) :হবিগঞ্জের লাখাইয়ে বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতার মু্যরালে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। পরে সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউএনও লূসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, আলেয়া বেগম প্রমুখ। ধামইরহাট (নওগাঁ) :নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসনের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শহীদুজ্জামান সরকার এমপি। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা প্রমুখ উপস্থিত ছিলেন। মহাদেবপুর (নওগাঁ) : নওগাঁর মহাদেবপুরে এ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব ভোদন, এসিল্যান্ড আসমা খাতুন, থানার ওসি আজম উদ্দিন মাহমুদ। বগুড়া :৭ মার্চ পালন উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুসহ অন্যান্য নেতা বক্তব্য রাখেন। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক জিয়াউল হক, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা ও জেলা আওয়ামী লীগের নেতাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। কক্সবাজার : সকালে কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদের নেতৃত্বে শহরের অরুণোদয় স্কুল প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে জেলা পরিষদের কার্যালয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা হিলেস্নাল বিশ্বনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা পরিষদ। এদিকে শহরের লালদীঘিপাড়স্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. ফরিদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে জেলা আওয়ামী লীগ। নরসিংদী : নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জয় বাংলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথম পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। এরপর জেলা পুলিশ, সিভিল সার্জন কার্যালয়, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পাবনা :পাবনায় বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে আলাদা কর্মসূচি পালন করা হয়েছে। এদিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিন প্রমুখ। ধুনট (বগুড়া) :বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান। ইউএনও সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা, মেয়র এজিএম বাদশাহ্‌, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান প্রমুখ। সুজানগর (পাবনা): পাবনার সুজানগরে বঙ্গবন্ধুর মু্যরালে শ্রদ্ধাঞ্জলি ও উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও রওশন আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। আরও বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এসএম সামসুল আলম প্রমুখ। রাজারহাট (কুড়িগ্রাম) :কুড়িগ্রামের রাজারহাটে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে উপজেলা পরিষদের হলরুমে ইউএনও নূরে তাসনিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, থানার ওসি রাজু সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহের উদ্দিন ধনী প্রমুখ। ঘোড়াঘাট (দিনাজপুর) :দিনাজপুরের ঘোড়াঘাটে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও রাফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা। এছাড়াও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন প্রমুখ। জগন্নাথপুর (সুনামগঞ্জ) :সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউএনও মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আমহদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব প্রমুখ। বোরহানউদ্দিন (ভোলা) : ভোলার বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র রফিকুল ইসলাম, এসিল্যান্ড শোয়াইব আহমাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দার, বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন, মুক্তিযোদ্ধা জুলফিকার আলী প্রমুখ। টঙ্গী (গাজীপুর) : টঙ্গীতে ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে ব্যাপক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলমের সভাপতিত্বে এবং এসআই নজমুল হুদার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার মিজানুর রহমান পিপিএম, ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব নাসির উদ্দিন মোলস্না, টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা বিলস্নাল হোসেন মোলস্না প্রমুখ। টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) :টঙ্গিবাড়ী উপজেলা অডিটোরিয়ামে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, ইউএনও নাহিদা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মজিবুর বেপারী, বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আওলাদ হোসেন, যশলং ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। বারহাট্টা (নেত্রকোনা) : নেত্রকোনার বারহাট্টা থানা পুলিশের উদ্যোগে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদ্‌যাপন করা হয়েছে। সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাঠে আলোচনা সভায় বারহাট্টা থানার ওসি মিজানুর রহমানের সভাপতিত্বে ও ওসি তদন্ত এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম। বিশেষ অতিথি ছিলেন ইউএনও গোলাম মোরশেদ। বক্তব্য রাখেন এডিশনাল এসপি বারহাট্টা সার্কেল সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার প্রফেশনাল সাঈদ ইবনে আবু রেজা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াহেদ প্রমুখ। ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসন, ভালুকা মডেল থানার আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকালে ভালুকা সরকারি গার্লস স্কুল মাঠে পুলিশ প্রশাসনের আয়োজনে ওসি মাহমুদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি মনিরা সুলতানা মনি। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ পুলিশ সুপার হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম প্রমুখ। অপরদিকে, উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও সালমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সেলিনা রশিদ প্রমুখ।