সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৮ মার্চ ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
মেশিন হস্তান্তর নাটোর প্রতিনিধি নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচিত সাড়ে তিন হাজার শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে ওইসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের হাতে ডিজিটাল হ্যান্ড স্যানিটাইজার মেশিন হস্তান্তর করা হয়। রোববার নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এসব হস্তান্তর করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, জেলা প্রশাসক মো. শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্ত্তোজা আলী বাবলু প্রমুখ। কারখানায় অগ্নিকান্ড গাজীপুর প্রতিনিধি গাজীপুর মহানগরের হাতিয়াব এলাকায় হাজী পেপার অ্যান্ড বোর্ড ইন্ডাস্ট্রিজ নামে প্যাকেজিং কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ৩টায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে জয়দেবপুর ফায়ার স্টেশনের ৩টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, শনিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে হাতিয়াব এলাকায় স্টিল স্ট্রাকচারের তৈরি কারখানা শেডে তারা অগ্নিকান্ডের খবর পান। জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিটকর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। রোববার সকাল পৌনে ৯টা পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছিল। আগুনে কাগজের রোল, কার্টন ও মেশিনারিজ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। কর্তার উদ্বোধন দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি বগুড়ার দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্তারের উদ্বোধন করা হয়েছে। রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জাকির হোসেন ফলক উন্মোচন করে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্তারের উদ্বোধন করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ মো. হাসনাত, থানার ওসি হাসান আলী, পুলিশ পরিদর্শক (তদন্ত) সনাতন চন্দ্র সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন, একাডেমিক সুপারভাইজার শাহ মো. মাহমুদুন নবী, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, এনামুল হক রানা, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীদুর রহমান কয়েন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম ছিদ্দিকী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুলস্নাহ প্রিন্স, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক আনিছুল ইসলাম লিটন ছিলেন। ইটভাটায় জরিমানা হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর চারিয়া এলাকায় অভিযান চালিয়ে মেসার্স গাউছিয়া অটো ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ শনিবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রতিবাদ সভা চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার চৌদ্দগ্রামে খোরশেদা বেগমকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বেতিয়ারা এলাকাবাসীর উদ্যোগে রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা রাস্তার মাথায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। নিহত খোরশেদার ভাই মো. জাফর আহমেদের সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন মো. ইলিয়াছ হোসেন, সুমন মিয়া, মো. সোহাগ, মো. আব্বাস আলী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন খোকন, শাখাওয়াত হোসেন, শাহ আলম ফরায়েজী, ইউপি সদস্য আব্দুর রউফ, সাবেক ইউপি সদস্য মো. খোকন, মো. নিজাম উদ্দিন, জাহাঙ্গীর আলম, বসির ফরায়েজী, নিজাম উদ্দিন প্রমুখ। কুইজ প্রতিযোগিতা আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান রোববার ছাতিয়ানগ্রাম উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু তাহের সরকার, বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম, ইউপি সদস্য রতন, সাগর প্রমুখ।