বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ০৮ মার্চ ২০২১, ০০:০০

বিদু্যৎস্পৃষ্টে মৃতু্য

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় বিদু্যৎস্পৃষ্ট হয়ে সুবর্ণা (১০) নামের এক স্কুলছাত্রীর মৃতু্য হয়েছে। রোববার উপজেলার সিদ্ধি গ্রামে এ ঘটনা ঘটে। সুবর্ণা ওই গ্রামের শমসের আলীর মেয়ে। সে সিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, বাড়ির পাশে তার বাবার একটি মুদির দোকান আছে। সকালে দোকান খুলে বিস্কুট আনতে গেলে বিদু্যতায়িত হয়ে গুরুতর আহত হয় সুবর্ণা। পরিবারের লোকজন তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে সেখানে মারা যায় সুবর্ণা।

পুরস্কার বিতরণ

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়ায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার স্থানীয় অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন আখতার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া তাহেরের সভাপতিত্বে ও মহিলা কর্মকর্তা মোমেনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম, মেয়র এম মোস্তফা, থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান জোলেখা শিল্পী প্রমুখ। আলোচনা পর্ব শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ৭ মার্চের ভাষণের ওপর উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

মানববন্ধন অনুষ্ঠিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের নলিয়া গ্রামে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় নির্মাণ হওয়া সড়কে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার নলিয়া গ্রামে এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন তৌহিদুর রহমান বুলবুল, আবু বক্কার, বাবুল মাতুব্বর, মজিবর রহমান প্রমুখ। বক্তারা বলেন, নলিয়া বালিয়া মৌজার মধ্য দিয়ে রেল সড়ক নির্মাণ করা হয়েছে। এ এলাকার জমি ধান ও পাট চাষের জন্য বিখ্যাত। মাঠের মধ্য দিয়ে নতুন রেল সড়ক নির্মাণ হওয়ায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হবে। এতে কয়েকশ' বিঘা জমির ফসল পানির নিচে তলিয়ে যাবে। এলাকার কৃষকদের বাঁচাতে সেতু নির্মাণ করার দাবি জানান তারা।

সাইকেল বিতরণ

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ২২টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার উপজেলা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওমী লীগ সভাপতি আতিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান ছাইদেল কাওনাইন, মহিলা ভাইস চেয়ারম্যান ছাবিনা ইয়াছমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিনা বেগম প্রমুখ।

স্কুল উদ্বোধন

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইলে নূর অটিজম স্কুল উদ্বোধন করা হয়ছে। শনিবার এ স্কুলের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক মাহমুদ। স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি নূর মোহাম্মদ ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভূঁইয়া মোতাহার, তাড়াইল থানার ওসি মুজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আলমাস প্রমুখ। স্কুলের প্রধান শিক্ষক জোবায়ের হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন, যমুনা গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি খোকন মিয়া প্রমুখ।

মুক্তিযোদ্ধা সমাবেশ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জে রোববার উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছন্দা পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আব্দুস সবুর, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. জাফরুলস্নাহ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন নাবু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে