আন্তর্জাতিক নারী দিবস পালিত

সমতার বিশ্ব গড়ার অঙ্গীকার

প্রকাশ | ০৯ মার্চ ২০২১, ০০:০০

স্বদেশ ডেস্ক
'করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিভিন্ন স্থানের্ যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়েছে। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর : বরিশাল : বরিশাল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে সার্কিট হাউসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলুন-ফেস্টুন উড়িয়ে নারী দিবসের কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা। আলোচনা সভায় জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলাম বাদল। বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটনের পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, জেলা পুলিশ সুপার মো. ফারুক হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদের বরিশালের সভাপতি রাবেয়া খাতুন, সনাকের সভাপতি শাহ্‌ সাজেদা প্রমুখ। মুজিব শতবর্ষ ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরিশালের নারী উন্নয়নে অবদান রাখার জন্য পাঁচ নারীকে ক্রেস্ট দিয়ে বিশেষ সম্মাননা জানানো হয়। এছাড়া জেলা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় নির্বাচন অফিসের পক্ষে থেকে বিদেশি নাগরিক লুসি হেলেনকে বাংলাদেশি নাগরিকত্বের স্বীকৃতি প্রদান করা হয়। একই সাথে সমাজসেবা অফিসের সহযোগিতায় লুসি হেলেনকে বয়স্ক ভাতার বই প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন- সাংবাদিক শাহিনা আজমিন, জাহানারা বেগম স্বপ্না, জোবেদা খানম ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম। খুলনা : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথি সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র পরিচালনায় যে অবদান রেখেছেন তাতে সারা বিশ্বে তিনি আজ নারী নেতৃত্বের অন্যতম পথিকৃত। নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে দেশে অসংখ্য নারীবান্ধব কর্মসূচি নেওয়া হয়েছে। মেয়র বলেন, নারীকে যখন দায়িত্ব দেওয়া হয় তখন তার মধ্যে নেতৃত্বের গুণাবলিও প্রকাশ পায়। তাই নারীকে তার কাজের স্বীকৃতি দিতে হবে। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবীর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনালের পিপি অ্যাডভোকেট অলকানন্দা দাস, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা রুনু ইকবাল বিথার প্রমুখ বক্তৃতা করেন। এ সময় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক খান মোতাহার হোসেন, বেসরকারি সংস্থা এবং স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত জানান মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা। নেত্রকোনা : নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সোমবার নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিকস পালিত হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদা আক্তারের সভাপতিত্বে জেলা শহরের মোক্তারপাড়া পাবলিক হলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা লেডিস ক্লাব ও মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজি সুমান্না আখতার, পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন, জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা নাজনীন সুলতানা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সৈয়দা শামছুন্নার বিউটি প্রমুখ। পত্নীতলা (নওগাঁ) : উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার আয়োজনে এবং এনজিও সংস্থা আরকো, দ্য হাঙ্গার প্রজেক্ট, কারিতাস, ব্রতি সমাজ উন্নয়ন সংস্থা, আশ্রয়, বরেন্দ্র সমাজ উন্নয়ন সংস্থা, ব্র্যাক আদিবাসী প্রকল্পের যৌথ সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস ২০২১ পালিত হয়েছে। আলোচনা সভায় পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকারের সভাপতিত্বে নারীর অধিকার এবং মর্যাদা বিশেষ করে তৃণমূলের নারীদের অবস্থা, অবস্থানের ইতিবাচক পরিবর্তনের জন্য করণীয় বিষয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আব্দুল গাফ্‌ফার। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল। জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার আমিনুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু হেনা মোস্তফা কামাল, আরকোর কর্মকর্তা শুক্লা মুখার্জি, দ্য হাঙ্গার প্রজেক্টের এলাকা সমম্বয়ক আছির উদ্দীন, ব্রতীর পত্নীতলা শাখার ম্যানেজার বাবর আলী, আরকো টিভেট অফিসার রবিউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন প্রমুখ। জামালগঞ্জ (সুনামগঞ্জ) : উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব। নারীনেত্রী শাহানা আল আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী, সাবেক ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন, উপজেলা মহিলা পরিষদ সভানেত্রী শেখ আয়েশা বেগম। কটিয়াদী (কিশোরগঞ্জ) : উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকতারুন নেছার সভাপতিত্বে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসান, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাঈমা তাবাসুম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার, বনগ্রাম ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিলন প্রমুখ। গাজীপুর : গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস মোড় পেয়ারা বাগান এলাকায় বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ব্যানারে স্থানীয় নারী শ্রমিকরা কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের সহিংসতা প্রতিরোধ আইনের দাবিতের্ যালি ও সমাবেশ করেছে। সংগঠনের সভাপতি অ্যাড. শেখ মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর কৃষকলীগের যুগ্ম সম্পাদক মো. লিটন মোলস্না, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন্নাহার, কার্যকর সভাপতি সাহিদা সরকার, সহ-সভাপতি নুরে আলম ভুঁইয়া, যুগ্ম সম্পাদক সারোয়ার আলম, দপ্তর সম্পাদক নুরুন্নাহার ডলি প্রমুখ। গৌরীপুর (ময়মনসিংহ) : উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, ইউআরসি প্রশিক্ষক মাকসুদা আক্তার বানু। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলাবিষয়ক কর্মকর্তা রৌনক আরা। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মুসলেহ উদ্দিন প্রমুখ। বদলগাছী (নওগাঁ) : উপজেলা মহিলাবিষয়ক কর্র্মকর্তা মাহমুদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন জিহাদী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, মহিলা ভাইস-চেয়ারম্যান খালেদা আক্তার কল্পনা, নওগাঁ জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার ফেন্সি, বদলগাছী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাহেলা চৌধুরী প্রমুখ। চৌদ্দগ্রাম (কুমিলস্না) : ইউএনও মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, অফিসার ইনচার্জ (তদন্ত) ত্রিনাথ সাহা, ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, প্রাথমিক শিক্ষা অফিসার সাখিনা বেগম, জেলা কৃষকলীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক প্রমুখ। ডামুড্যা (শরীয়তপুর) : ইউএনও মর্তুজা আল মুঈদের সভাপতিত্বে ও মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতিমা নাহিয়ানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝী। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী। মনপুরা (ভোলা) : ইউএনও মো. শামীম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম শাহজাহান মিয়া, মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ এম. মহিউদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান মোলস্না, বিআরডিবি কর্মকর্তা মাহতাব ভূইয়া অপু প্রমুখ। পলাশ (নরসিংদী) : ইউএনও রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. নাসির উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কারীউলস্নাহ সরকার, মহিলাবিষয়ক কর্মকর্তা রেহানা পারভীন প্রমুখ। পোরশা (নওগাঁ) : ইউএনও নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্‌ মঞ্জুর মোরশেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান কাজিবুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মহিলাবিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ। তিতাস (কুমিলস্না) : ইউএনও মোসা. রাশেদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানম, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান মিয়া, উপজেলা শিক্ষা অফিসার শরিফ রফিকুল ইসলাম প্রমুখ। জয়পুরহাট : আলোচনা সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইশরাত ফারজানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন ও মহিলাবিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা। লালমোহন (ভোলা) : ইউএনও আল নোমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। মহিলাবিষয়ক কর্মকর্তা মো. নূরনবীর সঞ্চালনায় সভায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক শিরিন আকতার প্রমুখ। লালপুর (নাটোর) : উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি। এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাদ আহম্মেদ শিবলী, কেশবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন প্রমুখ। সাপাহার (নওগাঁ) : ইউএনও কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, মহিলাবিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন, আনসার ভিডিপি কর্মকর্তা সাহারা বানু। তালা (সাতক্ষীরা) : ইউএনও মো. তারিফ-উল-হাসানের সভাপতিত্বে ও মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি, তালা থানার ওসি মেহেদী রাসেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক প্রমুখ। রায়পুরা (নরসিংদী) : ইউএনও মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, মহিলাবিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার, রায়পুরা রায়পুরা প্রেসক্লাব সভাপতি মাহবুবুল আলম লিটন, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহামেদ, যুব-উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন মোলস্না প্রমুখ। রাজাপুর (ঝালকাঠি) : ইউএনও মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুজা মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা উম্মে আয়শা সিদ্দিকা প্রমুখ। রাজারহাট (কুড়িগ্রাম) : ইউএনও মোছা. নুরে তাসনিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা ইসলাম, উপজেলা তথ্য আপা সোহেলী বেগম এবং নারী ও শিশুবিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী। শ্রীবরদী (শেরপুর) : ইউএনও নিলুফা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি, মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার। মির্জাপুর (টাঙ্গাইল) : ইউএনও মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, উপজেলা সমবায় কর্মকর্তা আমিনা পারভীন, উপজেলা মহিলা কর্মকর্তা নাসরিন সুলতানা, মহেড়া ইউনিয়নের চেয়ারম্যান বাদশা মিয়া, সাংবাদিক শিলা আক্তার প্রমুখ। বকশীগঞ্জ (জামালপুর) : আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। উন্নয়ন সংঘ রিকল-২০২১ প্রকল্পের সমন্বয়কারী জ্যোৎস্না আক্তারের সঞ্চালনায় এবং ইউএনও মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম, সহকারী সার্জন তাহমিনা বিনতে নাসীর, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, উপজেলা মহিলাবিষয়ক কার্যালয়ের সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তী, উন্নয়ন সংঘের এফএফ নাসরিন আক্তার প্রমুখ। বোচাগঞ্জ (দিনাজপুর) : আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জুলফিকার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী রায়, জাতীয় মহিলা সংস্থা বোচাগঞ্জ উপজেলা শাখার চেয়ারম্যান হনুফা বেগম ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সামসুন নাহার। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোছা. জুলেখা খাতুন। দুর্গাপুর (নেত্রকোনা) : ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসানের সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) পারভীন আক্তার, প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। বারহাট্টা (নেত্রকোনা) : ইউএনও গোলাম মোরশেদের সভাপতিত্ব ও নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত ভৌমিকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মুহাইমিনুর রশীদ, বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের প্রমুখ। ডোমার (নীলফামারী) : ইউএনও শাহিনা শবনমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিসুজ্জামান। ফুলবাড়ী (কুড়িগ্রাম) : ইউএনও তৌহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, কৃষি কর্মকর্তা মাহবুবর রশীদ, মাধ্যমিক কর্মকর্তা আব্দুল হাই, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, মহিলাবিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীনসহ জিও-এনজিওর কর্মকর্তা-কর্মচারী। জগন্নাথপুর (সুনামগঞ্জ) : ইউএনও মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌরসভার মেয়র আক্তারুজ্জামান, থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় প্রমুখ। নওগাঁ: জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক ইশরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা ও সহকারী পুলিশ সুপার মোছা. সুরাইয়া খাতুন। মো. কায়েস উদ্দিন ও নুরুন্নাহার সুষমা সাথীর সঞ্চালনায় নারী দিবসের প্রেক্ষাপট এবং গুরুত্ব তুলে ধরে অন্যান্যের মধ্যে আলোচনা করেন পরিবার-পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ড. আমিনা কস্তুরী কুইন, নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নারী উদ্যোক্তা পারভীন আক্তার, সাধারণ সম্পাদক নারী উদ্যোক্তা লিপি সাহা, তানিয়া খন্দকার এবং প্রশিক্ষণার্থী তানিয়া আক্তার। নরসিংদী: নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এনামুল হক সাগর, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, এমডিএসর নির্বাহী পরিচালক ফাহিমা খানম, জেলা মহিলা সংস্থার সভাপতি তাহমিনা আক্তার লাইলি প্রমুখ। পূর্বধলা (নেত্রকোনা): ইউএনও উম্মে কুলসুমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। মহিলাবিষয়ক কর্মকর্তা কানু লাল চাকীর স্বাগত বক্তব্যের মাধ্যমে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সহকারী কমিশনার (ভূমি) নাসরীন বেগম সেতু, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা, কৃষি সম্প্রসারণ অফিসার মুসলিমা খানম নিলু, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মনি রাণী কর্মকার, পলস্নী বিদু্যতের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন। শিবপুর (নরসিংদী): ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ. হারুনুর রশীদ খান। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোলস্না আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপস্নব চক্রবর্তী। টঙ্গী (গাজীপুর): টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। বিদ্যালয়ের প্রভাতি শাখার সহকারী প্রধান জাহান আরা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ওয়াদুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক টঙ্গী শাখার ম্যানেজার শারমিন জাহান, অফিসার জাকিয়া ফেরদৌসি, বিদ্যালয়ের দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, কলেজ শাখার প্রভাষক মহসিন, জান্নাতুল ফেরদৌস, নিলিমা আক্তার, খাদিজা আক্তার, সিনিয়র শিক্ষক আবুবকর সিদ্দিক, রতন কুমার ঘোষ, গুলজার হোসেন, সাবিয়া সুলতানা, ফাতেমাতুজহুরা, তাহেরা আক্তার, নূরুন নাহার আক্তার, খালেদা জাহান, সুলতানা বেগম, সায়মা আক্তার প্রমুখ। খানসামা (দিনাজপুর): ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন অর্থমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, এমপি। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইয়াসমিন আক্তার, ইন্সপেক্টর (তদন্ত) মমিনুজ্জামান, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পলি রায়, নারী নেত্রী পার্বতী রায় ও কল্যাণী রায় প্রমুখ। কালিয়াকৈর (গাজীপুর) : আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাশ্মীর সুলতানা, ফুলবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম, কালিয়াকৈর প্রেসক্লাবের সহ-সভাপতি ইমারত হোসেন, কাজী ইসমাইল হোসেন, আবৃত্তিকারী শিক্ষার্থী ইফতি জাহান প্রমুখ। আদমদীঘি (বগুড়া) : উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ ও বিভিন্ন নেতৃবৃন্দ।