শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরতে হবে ডিসি ইশরাত জাহান

হবিগঞ্জ প্রতিনিধি
  ০৯ মার্চ ২০২১, ০০:০০

হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন, বর্তমান সরকার নারী উন্নয়নসহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তাই সরকারের প্রতিটি উন্নয়ন কর্মকান্ড সাধারণ জনগণের সামনে সাংবাদিকদের তুলে ধরতে হবে। সোমবার বিকেলে হবিগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নবাগত জেলা প্রশাসক বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। সামাজিক দায়বদ্ধতা থেকেই দেশ ও জাতির উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকরা ভূমিকা রাখছে, এ ধারা অব্যাহত রাখতে হবে। এর আগে হবিগঞ্জে কর্মরত সাংবাদিকরা নবাগত জেলা প্রশাসকের কাছে হবিগঞ্জের প্রধান সমস্যা পুরাতন খোয়াই নদীতে অবৈধ দখল, জলাবদ্ধতা, সুতাং নদীর বর্জ্য, বাঁধ সংস্কার, অবৈধ বালু উত্তোলন, কৃষি জমিতে ইটভাটা স্থাপন, স্বাস্থ্য খাতে অনিয়মসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে নবাগত জেলা প্রশাসক পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস প্রদান করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তওহীদ আহমদ সজল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বিজেন ব্যানার্জী, জেলা তথ্য অফিসার পবন চৌধুরী।

, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সব সাংবাদিকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে