বিদ্যুৎ প্রিপেইড মিটার লাগানোর প্রতিবাদে অফিস ঘেরাও

প্রকাশ | ০২ জুলাই ২০১৮, ০০:০০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রিপেইড মিটার লাগানোর প্রতিবাদে পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও করেছে বিক্ষুব্ধ জনতা। তারা প্রায় দুই ঘণ্টা যাবত অফিসের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিনকে অফিসে জিম্মি করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানা যায়, নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ অফিস কতৃর্পক্ষ এ যাবত প্রায় ৩ হাজার প্রিপেইড মিটার স্থাপন করেছে। এলাকাবাসি প্রিপেইড মিটার স্থাপন করতে বাধা প্রদান করেন। এ নিয়ে শনিবার প্রায় পঁাচ শতাধিক লোক জড়ো করে আড়াইহাজার জোনাল অফিস ঘেরাও করে এবং প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করার জন্য বিভিন্নভাবে শ্লোগান দিতে থাকে। এ সময় বিক্ষোভকারীরা আড়াইহাজার জোনাল অফিসের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিনকে অফিসকক্ষে জিম্মি করে রাখে। পরে ডিজিএম আন্দোলনকারীদের আপাতত প্রিপেইড মিটার স্থাপন করা হবে না বলে আশ্বস্ত করলে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয়।