বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সাভার প্রতিনিধি
  ০৯ এপ্রিল ২০২১, ০০:০০
সাভারে বিপিএটিসিতে ৭১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন -যাযাদি

আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বুধবার দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) নবীন কর্মকর্তাদের ছয় মাস মেয়াদি ৭১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন এবং বিপিএটিসির রেক্টর মো. রকিব হোসেন এনডিসি উপস্থিত ছিলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, হেফাজতে ইসলাম কার উসকানিতে আন্দোলন করে থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং এসিল্যান্ডের উপর হামলা করেছে তা তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরে প্রতিমন্ত্রী সেখানে গাছের চারা রোপণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে