রাজবাড়ী ও জয়পুরহাটে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র উদ্বোধন

প্রকাশ | ১১ এপ্রিল ২০২১, ০০:০০

স্বদেশ ডেস্ক
জয়পুরহাটে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র উদ্বোধন করেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম -যাযাদি
দেশব্যাপী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি চাহিদা নিশ্চিতকরণে স্বাস্থ্যবিধি মেনে রাজবাড়ী ও জয়পুরহাটে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। শুক্র ও শনিবার এ ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম শুরু হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর- রাজবাড়ী : প্রাণিজ পুষ্টি চাহিদা নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি মেনে রাজবাড়ীতে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার বিকালে শহরে জেলা প্রাণিসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় বাংলাদেশ ডেইরি ফার্মস ও পোল্টি ফার্ম অ্যাসোসিয়েশনের বাস্তবায়নে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইমদাদুল হক বিশ্বাস। এ সময় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দিন আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. অচিন্ত কুমার বিশ্বাস, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. শাকিল আহম্মেদ, রাজবাড়ী সদর উপজেলা ডেইরি অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সেলিম ওমর, এলএসএ বিথী খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। জয়পুরহাট : জয়পুরহাটে শনিবার থেকে ভ্রাম্যমাণ দোকানের মাধ্যমে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত খামারিদের ডিম, মুরগি ও গাভীর দুধ বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সকালে শহরের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ দোকানের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র রায়, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মামুনুর রশিদ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. রাশেদুল ইসলামসহ সরকারি কর্মকর্তারা। জেলা প্রাণিসম্পদ দপ্তর জানায়, ক্ষতিগ্রস্ত খামারের পণ্য সহজে বিক্রি এবং রমজান ও করোনা পরিস্থিতিতে ক্রেতারা যাতে ন্যায্যমূল্যে এইসব জিনিস কিনতে পারে এবং বাজার নিয়ন্ত্রণে রাখতেই এই ভ্রাম্যমাণ বাজার চালু করা হয়েছে। প্রতিদিন জেলা সদরে ৬টি এবং বাকি উপজেলাগুলোতে ১টি করে ভ্রাম্যমাণ দোকান দুধ, ডিম, মুরগি বিক্রি করবে।