করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃতু্য

প্রকাশ | ১১ এপ্রিল ২০২১, ০০:০০

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে মহামারি করোনায় আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মুফতির (৭২) মৃতু্য হয়েছে। শুক্রবার আড়াইটার দিকে ঢাকা শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। আসাদুজ্জামান মুফতি উপজেলার আচমিতা ইউনিয়নের হারিনা গ্রামের মৃত মাওলানা শামসুদ্দিনের ছেলে ও ভৈরব আনোয়ারা জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক। পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা ডা. আসাদুজ্জামান মুফতি গত ২৭ মার্চ কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনার নমুনা দিলে তিনি পজিটিভ হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি ঘটলে পরবর্তী সময়ে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসারত অবস্থায় শুক্রবার আড়াইটার দিকে তার মৃতু্য হয়েছে।