শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মানিকছড়িতে ছয় ছাত্রলীগ নেতা বহিষ্কার

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
  ১১ এপ্রিল ২০২১, ০০:০০

ছাত্রলীগের গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে মানিকছড়ি উপজেলা ছাত্রলীগের দুই নেতাকে ৬ মাস ও বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডে আরও ৪ জনসহ ৬ ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, উপজেলা ছাত্রলীগের সমাজসেবাবিষয়ক সম্পাদক মো. হিমেল হাসান, ধর্মবিষয়ক সম্পাদক মো. তাজুল ইসলাম, ৪ নং তিনটহরী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম, ৩ নং যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ, ২ নং বাটনাতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মো. আব্দুলস্নাহ পালোয়ান ও ৪ নং ওয়ার্ড ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মো. এমরান হোসেন রাতুল।

শুক্রবার সন্ধ্যায় মানিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জামাল হোসেন ও সাধারণ সম্পাদক চলাপ্রম্ন মারমা নিলয় স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।

উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক চলাপ্রম্ন মারমা নিলয় বলেন, বহিষ্কৃতদের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী ও দলীয় বহির্ভূত কর্মকান্ডে লিপ্ত থাকার বিষয়ে সত্যতা পাওয়ায় তাদেরকে ছাত্রলীগের সাংগঠনিক ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে