শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গুলিবিদ্ধ ভারতীয় যুবককে বিএসএফের কাছে হস্তান্তর

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ১৩ এপ্রিল ২০২১, ০০:০০

বিএসএফের গুলিতে আহত হয়ে জীবন বাঁচাতে বাংলাদেশে আসা ভারতীয় যুবক মিলন মিয়াকে (২০) বাংলাদেশে চিকিৎসা শেষে বিএসএফ-এর কাছে হস্তান্তর করেছে বিজিবি ও পুলিশ। রোববার সন্ধ্যার পর কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৪৬/৩ এস পিলারের পাশে ভারতের ভিতরে বিজিবি-বিএসএফ-এর কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকের মধ্যে তাকে হস্তান্তর করা হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার ইকবাল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অনন্তপুর বিওপির নায়েক সুবেদার মমতাজ উদ্দিন, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়, নাগেশ্বরী থানার ওসি রওশন কবির।

ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১৯২ বিএসএফ ব্যাটালিয়নের এসি জিতীশ কুমার। এ সময় ভারতীয় ঝিকরী ক্যাম্পের বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন। পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে জানানো হয় যে, শনিবার রাতে চোরাকারবারীদের লক্ষ্য করে টহলরত বিএসএফ গুলি ছুড়লে ভারতীয় নাগরিক মিলন মিয়া গুলিবিদ্ধ হয়েছে।

উলেস্নখ্য, ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার চৌধুরীহাট মাইদালের কুটি গ্রামের জগু আলমের ছেলে ভারতীয় যুবক মিলন মিয়া বিএসএফের ছোড়া গুলিতে গুরুতর আহত হন। তার ডান হাতে ও বুকের ডান পাঁজরে গুলি লাগে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে