স্বরূপকাঠিতে নারীকে জরিমানা

ধলেশ্বরী নদী থেকে তিনটি ট্রাক ও ভেকু জব্দ ১২ জনের দন্ড

প্রকাশ | ১৪ এপ্রিল ২০২১, ০০:০০

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল ও কালিহাতী প্রতিনিধি
ভ্রাম্যমাণ আদালত
টাঙ্গাইলের নিউ ধলেশ্বরী নদীর কালিহাতী উপজেলা অংশে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহ করায় তিনটি ট্রাক ও একটি ভেকু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহ করার দায়ে একজনকে এক লাখ টাকা জরিমানা ও ১১ জনকে তিনদিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। র্ যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, গোপনে সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত দেড়টার দিকের্ যাবের একটি দল ধলেশ্বরী নদীতে অভিযান চালায়। অভিযানে নিউ ধলেশ্বরী নদীর কালিহাতী উপজেলার বিনোদনুহুরিয়া অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহ করার সময় ১২ জনকে গ্রেপ্তার এবং তিনটি ট্রাক ও একটি ভেকু জব্দ করা হয়। গ্রেপ্তাররা হলেন- কবির হোসেন (৪৮), শুভ (২০), উজ্জল মিয়া (২৭), সাগর মিয়া (২১), কামরুল (২৪), নুর হোসেন (৩৮), রাসেল (২৬), শরিফ হোসেন (২৫), আবু সাঈদ (২৬), খাদেমুল ইসলাম (২৮), আফসার আলী (২৮) ও আ. হান্নান (২২)। পরে তাদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে কবির হোসেনকে এক লাখ টাকা জরিমানা এবং অন্যদের তিন দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এদিকে আমাদের স্টাফ রিপোর্টার, পিরোজপুর জানিয়েছেন, জেলার স্বরূপকাঠিতে হরিণের মাংস সংরক্ষণ ও সরবরাহের অপরাধে মমতাজ বেগম নামে এক নারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজী এ জরিমানা করেন। দন্ডপ্রাপ্ত মমতাজ পৌর শহরের জগৎপট্টি এলাকার ফজলুল হকের স্ত্রী। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই নারীর বাড়িতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখান থেকে তিনটি পাত্রে প্রায় ১০ কেজি হরিনের মাংস জব্দ করা হয়। পরে মমতাজকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. বশির গাজী।