সাভারে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

সীতাকুন্ডে নারীর মৃতু্য

প্রকাশ | ১৪ এপ্রিল ২০২১, ০০:০০

সাভার প্রতিনিধি
সাভারে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে একটি যাত্রীবাহী প্রাইভেটকার সাভার থেকে ঢাকায় যাচ্ছিল। ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এ সময় প্রাইভেটকার চালক জামাল খাঁন (৩৫) ও যাত্রী পুতুল বেগম (২৮) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত তিনজনকে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেটকারটি উদ্ধার করেছে পুলিশ। এদিকে আমাদের সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের সীতাকুন্ডে পণ্যবাহী কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে নূরজাহান বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বায়তুরশরফ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নূরজাহান বেগম পৌর সদরের শেখনগর উত্তর মহাদেবপুর এলাকার আবুল কালামের স্ত্রী। নিহতের বোনের ছেলে আলাল উদ্দিন বলেন, সকালে ঢাকামুখী একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান বায়তুরশরফ এলাকা অতিক্রমের সময় ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে তার খালা গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।