সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২২ এপ্রিল ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
সামগ্রী বিতরণ স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইলে লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া দুস্থ-অসহায় মানুষের মধ্যে শহর ছাত্রলীগের উদ্যোগে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় মঙ্গলবার বিকালে টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকায় আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের সামনে এই ইফতারসামগ্রী দুস্থ ও অসহায়দের হাতে তুলে দেওয়া হয়। টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াসেদুল হক ও সাধারণ সম্পাদক কায়ছার হাসান পাপ্পুসহ ছাত্রলীগ নেতারা স্থানীয় চার শতাধিক অসহায় রোজাদারের হাতে এসব ইফতারসামগ্রীর প্যাকেট তুলে দেন। পুরো রমজানে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে নেতারা জানান। বীজ ও সার বিতরণ শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-১ মৌসুমে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বীজ ও সার বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাফিউল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সম্প্রাসারণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ। শিশুর মৃতু্য লালপুর (নাটোর) প্রতিনিধি নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আকাশ (১০) নামে এক শিশুর মৃতু্য হয়েছে। নিহত আকাশ উপজেলার চর লালপুর গ্রামের শাহাবুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্র ও লালপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স থেকে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আকাশ তার বাবার জন্য খাবার নিয়ে পদ্মা নদীর চরে যায়। সেখানে বাবাকে খাবার দিয়ে সবার অজান্তে নদীতে গোসল করতে নামে আকাশ। খাওয়া শেষে ছেলেকে না পেয়ে নদীসহ আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন আকাশের বাবা। একপর্যায়ে নদী থেকে অচেতন অবস্থায় আকাশকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাল বিতরণ শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দুস্থ ও দরিদ্র পরিবারের মধ্যে ৩০ কেজি করে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। বুধবার শিবগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে পর্যায়েক্রমে ইউনিয়নের ২২৫টি পরিবারের মধ্যে শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু এই চাল বিতরণ করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামিউল ইসলাম, ইউপি সচিব হেলাল উদ্দিন, জেলা জাতীয় পার্টির সদস্য ও গুজিয়া কনফিডেন্স স্কুলের পরিচালক শাহিনুর ইসলাম, ইউপি সদস্য তোজাম্মেল হক, দেলোয়ারা জাহান প্রমুখ। আর্থিক সহায়তা বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জামালপুরের বকশীগঞ্জে পবিত্র রমজান ও কোভিড-১৯ কারণে ক্ষতিগ্রস্ত অসহায়, দরিদ্র, বৃদ্ধদের মধ্যে বুধবার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সামির ছাত্তারের ব্যক্তিগত অর্থায়নে ধানুয়া কামালপুর ও সাধুরপাড়া ইউনিয়নের ৩৬টি পরিবারকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। ব্যারিস্টার সামির ছাত্তারের পক্ষে তার প্রতিনিধি খোকন আকন্দ ও জিসান হাবিব এই নগদ অর্থ বিতরণ করেন। রমজান মাসজুড়ে এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন খোকন আকন্দ। মানববন্ধন অনুষ্ঠিত গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভূমিদসু্য ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের কামারদহ সোনারপাড়া গ্রামে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী শিরিন আকতার, গ্রামবাসীর পক্ষে মেহের আলী, ইউসুফ আলী, জাহিদুল ইসলাম, জুয়েল মিয়া প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, ভূমিদসু্য ও চাঁদাবাজদের অত্যাচারে গ্রামের মানুষ অতিষ্ঠ। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হলেও আসামিরা প্রকাশ্যে চলাফেরা করছে। অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার জন্য দাবি জানান তারা।