কেইপিজেড হাই টেক পার্কের উদ্বোধন

প্রকাশ | ২২ এপ্রিল ২০২১, ০০:০০

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ জোনের গ্রাউন্ড বেকিং ভার্চুয়াল অনুষ্ঠানে কেইপিজেড হাই-টেক পার্কের উদ্বোধন করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি ও বাংলাদেশে নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত ইয়া হোনোন এলইই জ্যাং-কেইন ও কেইপিজেডের চেয়ারম্যান সিইও মি. কিহাক সুং। বুধবার ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রায় ১০০ একর জায়গার ওপর নির্মিত এ হাইটেক পার্কের উদ্বোধন করা হয়। কেইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ভার্চুয়ালে যুক্ত হন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজি প্রাইভেট ইপিজেড সেল এএসএম ফেরদৌস খান, কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিসেস আবিদা ইসলাম। এ সময় উপস্থিতি ছিলেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টিনা এফ জাবিন, ক্রিয়েটিভ ক্রাউডের ব্যবস্থাপনা পরিচালক নওশের রহমান প্রমুখ।