শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজবাড়ীতে মুক্তিযুদ্ধ মঞ্চ, মণিরামপুরে যুবলীগ কেটে দিল কৃষকের ধান

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী
  ০৭ মে ২০২১, ০০:০০

চলমান লকডাউনে গণপরিবহণ বন্ধ থাকায় কৃষি শ্রমিক পাওয়া দুরূহ হয়ে দাঁড়িয়েছে। সংকটে পড়েছে ধান কাটা। এ অবস্থায় কৃষকের পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীরা। সংগঠনের রাজবাড়ী জেলা কমিটির কর্মীরা রাজবাড়ীর বিভিন্ন স্থানে গিয়ে কৃষকের ধান কেটে তাদের বাড়ি পৌঁছে দিচ্ছেন।

সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন এলাকা কৃষক হুমায়ুন আলীর এক বিঘা জমির ধান কেটে দেন তারা। পরে ধান মাথায় করে বাড়ি পৌঁছে দেন। ধান কাটা কার্যক্রমে অংশ নেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের রাজবাড়ী জেলা সভাপতি আল আমিন বিশ্বাস নয়ন, যুগ্ম সম্পাদক সাব্বির খান, সাংগঠনিক সম্পাদক খোকন আহমেদ হৃদয়, নাজমুল হাসান নাহিদ, কাওছার হোসেন প্রমুখ।

মণিরামপুর (যশোর) প্রতিনিধি জানান, যশোরের মণিরামপুর উপজেলার পাঁচকাটিয়া গ্রামের শংকর রায়ের এক বিঘা জমির ধান কেটে দিয়েছে মণিরামপুর যুবলীগ। কেন্দ্রীয় যুবলীগের সদস্য হুমায়ুন সুলতানের উদ্যোগে একদল যুব নেতৃবৃন্দ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৪২ শতকের এক বিঘা জমির ধান কেটে দেয়। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে মণিরামপুরে এ ধান কাটা কর্মসূচি শুরু করা হয়েছে। উপজেলা যুবসমাজ প্রতিটি গ্রামে অসহায় গরিব চাষিদের ধান কাটা এবং বাড়িতে তোলা কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা হুমায়ুন সুলতান। বুধবার ধান কাটার সময় উপস্থিত ছিলেন অরবিন্দু হাজরা, মাহাবুবুর রহমান, সুকৃতি রায়, কামাল হোসেন, অনুরুদ্ধসহ সংগঠনের ১২ থেকে ১৩ জনের একদল যুবক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে