খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশ | ১০ মে ২০২১, ০০:০০

খুলনা অফিস
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন -যাযাদি
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মে মাসের সভা রোববার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষ থেকে অনলাইনে অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে বিদেশ হতে দেশে ফেরত আসা পাঁচশ' ২৮ জনকে খুলনা জেলার ১২টি কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়েছে। এগুলোতে নিয়মিত মেডিকেল টিম পরিদর্শন করছে। সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মামুন অর রশিদ জানান, আসন্ন ঈদের সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সক্রিয় থাকবে। চিহ্নিত অপরাধীরা কোনো অবস্থায় যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে বিষয়ে পুলিশ বাহিনী সজাগ আছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফৌজদারি অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সভায় জানানো হয় খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত এপ্রিল মাসে ১৪৭টি মামলা দায়ের করা হয়েছে যার সংখ্যা বিগত মার্চ মাসে দায়ের হওয়া মামলা থেকে ১৬টি কম।