কৃষকের কাছ থেকে ধান-চাল কেনা শুরু

প্রকাশ | ১০ মে ২০২১, ০০:০০

স্বদেশ ডেস্ক
জামালপুরের বকশীগঞ্জে বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও মুন মুন জাহান লিজা -যাযাদি
চলতি বোরো মৌসুমে দেশের বিভিন্ন স্থানে সরকারিভাবে কৃষকের কাছ থেকে সরাসরি ধান ও চাল কেনা শুরু হয়েছে। 'গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচে কৃষক বাঁচে প্রাণ'- এ প্রতিপাদ্যে রোববার থেকে ২০২১ মৌসুমে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ উপলক্ষে জেলা-উপজেলায় কৃষক নির্বাচনের জন্য লটারি করা হয়। নির্বাচিত এসব কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনবে সরকার। এই সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত। তবে গম সংগ্র অভিযান আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। আমাদের আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- ব্রাহ্মণবাড়িয়া :ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রধান অতিথি হিসেবে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম। নাসিরনগর খাদ্য গুদামে লটারিতে বিজয়ী সদরের নাসিরপুর গ্রামের কৃষক হরিপদ দেবনাথ ও দাঁতমন্ডল গ্রামের হারুনুর রশিদ কাছ থেকে ৩ হাজার কেজি বোরো ধান গ্রহণের মাধ্যমে ধান ক্রয় উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ, ইউএনও হালিমা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, রুবিনা আক্তার, কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, খাদ্য কর্মকর্তা আবদুস সালাম, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম প্রমুখ। নাটোর : রোববার নাটোরের বড়গাছা সরকারি খাদ্য গুদামে ধান-চাল কেনার উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য কর্মকর্তা রবীন্দ্র লাল চাকমা, সদর ইউএনও জাহাঙ্গীর আলম, উপজেলা খাদ্য কর্মকর্তা রেজাউল করিমসহ অন্যরা। উলিপুর (কুড়িগ্রাম) :কুড়িগ্রামের উলিপুরে দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদাম চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন। ইউএনও নুর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু, কৃষি অফিসার সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা শাহিনুর রহমান, কৃষক প্রতিনিধি পার্থ সারথী সরকার প্রমুখ। বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জ উপজেলা খাদ্য গুদামে সংগ্রহ অভিযানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। এতে সভাপতিত্ব করেন ইউএনও মুন মুন জাহান লিজা। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান, খাদ্য নিয়ন্ত্রক শহিদুলস্নাহ মিয়া, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা শামীমা নাসরিন, মিল মালিক আবুল কালাম। দুপচাঁচিয়া (বগুড়া) : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও খাদ্য এবং কৃষি বিভাগের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত করা হয়েছে। ইউএনও আবু তাহিরের সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুণ কুমার প্রামাণিকের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম প্রমুখ। ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে বোরো ধান কিনতে লটারিতে ৯৯৯ জন কৃষককে নির্বাচন করেছে খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। রোববার খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে কৃষক নির্বাচনের লটারি উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এ সময় এসিল্যান্ড কানিজ আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হালিমুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। কালাই (জয়পুরহাট) : জয়পুরহাটের কালাই উপজেলা খাদ্য গুদামে চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহীন শাহ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আলমগীর, সহকারী উপখাদ্য পরিদর্শক এনামূল হক, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল বারীক, মিলার আব্দুল মান্নান হাজী প্রমুখ।