ভর্তুকি মূল্যে সরকার কৃষিযন্ত্র দিচ্ছে -তরিকুল ইসলাম

প্রকাশ | ১১ মে ২০২১, ০০:০০

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম -যাযাদি
গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম বলেছেন, ধান এ দেশের প্রধান খাদ্য শস্য। তাই ধান চাষাবাদের প্রতি আমাদের আধুনিক যন্ত্রপাতির প্রতি নজর দিতে হবে। এজন্য সরকারের কৃষি মন্ত্রণালয় কৃষকদের সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। সরকার ধান কাটার মেশিনে আগ্রহী কৃষককে ৫০% ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার প্রদান করছে। সোমবার রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫০ একরের (১৫০ বিঘা) বস্নক প্রদর্শনী স্থাপনের হাইব্রিড হীরা-৪ জাতের বোরো ধানের সমন্বয়ে চাষাবাদের কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে এ ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালাক মো. মাহবুব আলম, ফার্ম মেশিনারি ডিভিশনাল প্রধান ড. মো. আব্দুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম।