প্রতিমা তৈরিতে শেষ মুহূতের্র ব্যস্ততা

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৮, ০০:০০

স্বদেশ ডেস্ক
দুপচঁাচিয়ায় দুগার্পুজা প্রতিমা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। শেষ মুহ‚তের্ চলছে রঙ তুলির কাজ Ñযাযাদি
দুগার্ পূজার সময় ঘনিয়ে আসায় সারাদেশে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর : দুপচঁাচিয়া (বগুড়া) : দুগার্পূজাকে ঘিরে উপজেলার সনাতন ধমার্লম্বীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। চলছে রঙতুলির নিপুণ অঁাচর। প্রতিটি কারিগরই মনের মাধুরি মিশিয়ে দেবীরূপী মা দুগার্র সৌন্দযর্ বধের্ন রঙয়ের কাজের পাশাপাশি কোন রঙে প্রতিমা দৃষ্টিনন্দন লাগবে সেদিক বিবেচনা করে কাজে ব্যস্ত সময় পার করছেন। ১৫ অক্টোবর মহাষষ্ঠী তিথির মধ্যে দিয়ে শুরু হবে শারদীয় দুগোর্ৎসব। জানালেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস। জলঢাকা (নীলফামারী) : এ উৎসব নিবিের্ঘœ ও উৎসব মুখর করতে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারীর ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ইউএনও উত্তম কুমার রায়। এবারে দুগোর্ৎসবে উপজেলায় মোট ১৭০টি মÐপে দুগার্পূজা অনুষ্ঠিত হবে। জুড়ী : এবারও শারদীয় দুগার্পূজা ৬৮ মÐপে অনুষ্ঠিত হবে। পূজাকে সামনে রেখে জুড়ীতে ব্যাপক প্রস্তুতি চলছে। দেবীকে স্বাগত জানাতে সবখানেই এখন সাজসাজ রব। মÐপে মÐপে মাটি ও খড়ের গন্ধ মিলেমিশে একাকার। খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা কারিগররা বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদ সভাপতি অমূল্য দাস।