পিঁড়ির আঘাতে বৃদ্ধা নিহত

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৮, ০০:০০

নেত্রকোনা প্রতিনিধি
গরুর ক্ষেতের শাক খাওয়াকে কেন্দ্র করে নেত্রকোনার খালিয়াজুরীতে কাঠের পিঁড়ির আঘাতে আবলুছের নেছা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার বিকালে উপজেলা সদরের সরকার হাটী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সরকার হাটী গ্রামের আজিজুল মিয়ার কলমি ক্ষেতে একই গ্রামের লাবুস আলীর গরু প্রবেশ করে শাক খেয়ে ফেলে। এ নিয়ে লাবুস আলীর স্ত্রী আলপিনা আক্তারের সাথে আজিজুল মিয়ার স্ত্রী ইতি আক্তারের ঝগড়া হয়। ঝগড়া থামাতে আলপিনার মা আবলুছের নেছা সেখানে গেলে ইতি আক্তার কাঠের পিঁড়ি দিয়ে আবলুছের নেছার মাথায় আঘাত করেন। এতে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে ইতি আক্তার ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে। বিষয়টি নিশ্চিত করে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ মো. হযরত আলী বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।