চকরিয়ায় স্কুলে হামলায় মামলা

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৮, ০০:০০

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের চকরিয়ার বদরখালীতে ঠুটিয়াখালীপাড়া আশ্রয়কেন্দ্র কাম স্কুল ভবন, কেল্লা ও পুকুরের ক্ষতিসাধন এবং ঘেরাও কাযর্ক্রমে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)। বুধবার চকরিয়ার সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জনসম্পদহানি ও রক্ষার কাজে বাধা দেয়ার অভিযোগে মামলাটি দায়ের করেছেন বিডিআরসিএস-সিইপি ইনচাজর্ মুহাম্মদ আলমগীর। এদিকে সন্ত্রাসী হামলায় জড়িত আশরাফ আলী মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর হামলার পর ১ অক্টোবর সংস্থাটির সম্পদ বিভাগের পরিচালক মো. কে. এফ রহমান (শাহ আলম) উপজেলা ইনচাজের্ক আইনগত ব্যবস্থা নেয়ার নিদের্শ দেন।