আদিবাসীদের কোটার দাবিতে মানববন্ধন

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৮, ০০:০০

রংপুর প্রতিনিধি
সরকার আাদিবাসীদের শতকরা ৫ ভাগ কোটার দাবিতে মানববন্ধন করেছে রংপুর আদিবাসী কোটা রক্ষা কমিটি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বেরোবি আদিবাসী ছাত্র মিখায়েল মাডীর্, সুমন হাজদার, রিনা মুরমুর্, যুগেশ ত্রিপুরা, ছাত্র ইউনিয়নের প্রদীপ বমর্ণ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রহলাত রায়, প্রজন্ম একাত্তরের দেবদাস ঘোষ দেবু, সমাজকমীর্ ডা. সৈয়দ মামুনুর রহমান, বাসদের আব্দুল কুদ্দুস। সভাপতিত্ব করেন বাংলাদেশ ওরাও ছাত্র সংগঠনের (বাসা) সাধারণ সম্পাদক সুমন্ত খালকো। বক্তারা চাকরিতে ৫ ভাগ আদিবাসী কোটার যৌক্তিক দাবি উপস্থাপন করেন।