ডিমলায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ উদ্বোধন

প্রকাশ | ১২ জুন ২০২১, ০০:০০

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৩৩ লাখ ৯৯ হাজার ৯৩৯ টাকা ব্যয়ে নির্মিত ডিমলা মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধের উদ্বোধন, উপজেলা কমপেস্নক্স সম্প্রসারণ প্রকল্পের ৫ কোটি ৯২ লাখ ৩ হাজার ৪৯৩ টাকা ব্যয়ে সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ, ৪৮ লাখ ৭০ হাজার ৫৯১ টাকা ব্যয়ে উপজেলা পরিষদের মূল প্রবেশ গেট ও সীমানা প্রাচীর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এসব উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এ সময় উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ইউএনও জয়শ্রী রানী রায়, জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।