ভিক্ষা ছাড়তে সহযোগিতা চান রোকসানা

প্রকাশ | ১৩ জুন ২০২১, ০০:০০

ম মিজানুর রহমান মিজান, লালমোহন (ভোলা)
রোকসানা বেগম, দুই সন্তানের জননী। বয়স ২০ থেকে ২২ হতে পারে। তবে অর্ধাহারে-অনাহারে কঙ্কালসার রোকসানাকে মনে হয় যেন, ষাটোর্ধ্ব বৃদ্ধা। তিন মাসের শিশুসন্তান কোলে নিয়ে ভোলার লালমোহন উপজেলার লালমোহন বাজারের বিভিন্ন দোকানে ভিক্ষা করতে দেখা যায় তাকে। এ সময় রোকসানা জানান, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করতে ভালো লাগে না। কাজ করে খেতে চান। সরকারি-বেসরকারি কোনো সহযোগিতা পেলে ভিক্ষা ছেড়ে দেবেন। তার এ স্বপ্ন পূরণে সমাজের সহযোগিতা কামনা করেছেন রোকসানা। রোকসানা বোরহানউদ্দিনের হাসাননগর ইউনিয়নের ১নং ওয়ার্ড মির্জাকালু এলাকার মৃত নাছির মেস্তরির মেয়ে। তিনি আরও জানান, প্রায় তিন বছর আগে তার মায়ের মৃতু্য হয়, এর বছরখানেক পর বাবা নাছির মেস্তরিও চলে যান পরপারে। দুই ভাই, দুই বোনের মধ্যে তিনি ছোট। প্রায় ৭ থেকে ৮ বছর আগে একই উপজেলার দালাল বাজার এলাকার মৃত আতরজমার ছেলে দিনমজুর সিরাজের সঙ্গে তার বিয়ে হয়। তাদের ঘরে হাবিবা (৪) ও তাসপিয়া (৩ মাস) নামের দুটি কন্যাসন্তান রয়েছে। তাসপিয়ার জন্মের আগেই রোকসানাকে ফেলে নিরুদ্দেশ হয়ে যান স্বামী সিরাজ। পরে স্বামীর বাড়ি থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হয়। তাই দুই সন্তান ও নিজের জীবন বাঁচানোর তাগিদে ভিক্ষে করছেন। হাসাননগর ইউপি চেয়ারম্যান মানিক হাওলাদার বলেন, রোকসানা নামের কেউ তার কাছে আসেনি। তবে এলাকার কেউ ভিক্ষাবৃত্তি করুক, এটা চান না। যদি তার কাছে আসে, ইউনিয়ন পরিষদ ও ব্যক্তিগত পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। রোকসানাকে কেউ সহযোগিতা করতে চাইলে ০১৭১২-৩৮৭৩২৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।