বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাজেটে কৃষি খাতে ৪০ ভাগ বরাদ্দের দাবিতে বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি
  ১৫ জুন ২০২১, ০০:০০

কৃষি ও কৃষক বাঁচাতে জাতীয় বাজেটের উন্নয়ন খাতের ৪০ ভাগ কৃষি খাতে বরাদ্দের দাবিতে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

দলীয় কার্যালয়ের সামনে সভাপতি গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহসানুল হাবীব সাঈদ, মাহবুবুর রহমান খোকা, ডা. আব্দুল জব্বার, অতুল চন্দ্র বর্মণ প্রমুখ।

বক্তারা জাতীয় বাজেটের উন্নয়ন খাতের ৪০ ভাগ কৃষি খাতে বরাদ্দ করে কৃষি ও কৃষক বাঁচানোর দাবি জানান। সেই সঙ্গে ধান ভুট্টাসহ সব কৃষি ফসল লাভজনক মূল্যে সরকারি উদ্যোগে হাটে হাটে খোলা বাজারে ক্রয়, জেলায় জেলায় কৃষিভিত্তিক শিল্প কলকারখানা নির্মাণ করে বেকার সমস্যার সমাধান ও সবার জন্য বিনামূল্যে করোনা ভ্যাক্সিন নিশ্চিতের দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে