শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থী ঝরে পড়া রোধে গণশিক্ষার বিকল্প নেই -নেত্রকোনার জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ১৬ জুন ২০২১, ০০:০০
নেত্রকোনায় শ্রেষ্ঠ শিক্ষক ও শিশুদের পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান -যাযাদি

নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেছেন, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শতভাগ নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে বর্তমান সরকারের পক্ষ থেকে নানামুখী কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থী ঝরে পড়া রোধে গণশিক্ষা কার্যক্রম বাস্তবায়নের বিকল্প নেই। মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় জেলার পাঁচজন শ্রেষ্ঠ শিক্ষক এবং ১৫ জন শ্রেষ্ঠ শিশুর মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট সিতাংশু বিকাশ চৌধুরী আচার্য্য, সাতপাই কালীমন্দিরের সাধারণ সম্পাদক লিটন পন্ডিত প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে