শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৬ জুন ২০২১, ০০:০০

গোল্ডকাপ টুর্নামেন্ট

\হস্টাফ রিপোর্টার, নেত্রকোনা

নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বিকেলে শহরের সাতপাই স্টেডিয়াম মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোনা পৌরসভা একাদশ ২-০ গোলের ব্যবধানে নেত্রকোনা সদর উপজেলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুলস্নাহ আল মাহমুদের সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, জেলা মহিলা ক্রীড়া

সংস্থার সভাপতি কাজি সুমান্না আক্তার, সহ-সভাপতি ঝুমা আকবর, সাধারণ সম্পাদক কামরুন্নেছা আশরাফ দীনা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার

প্রমুখ।

পাকা ঘর প্রদান

\হলালমনিরহাট প্রতিনিধি

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা পস্নাজা ধসে স্থায়ী পঙ্গুত্ববরণ করতে হয় লালমনিরহাট জেলার গার্মেন্টস কর্মী সুজন মিয়াকে। তাকে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের নিজবাড়িতে একটি পাকাঘর প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। মঙ্গলবার সকালে সুজন দম্পত্তির হাতে ঘরের চাবি ও দলিল তুলে দেন লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আবু জাফর। ঘর হস্তান্তর অনুষ্ঠানে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মান্নান, ব্র্যাকের ফিল্ড কো-অর্ডিনেটর পার্থপ্রতিম দাস, আঞ্চলিক ব্যবস্থাপক নাজমুল হক, জেলা সমন্বয়ক আশরাফুল আলম, প্রকৌশলী মোমেনুল ইসলাম প্রমুখ।

কার্যক্রম উদ্বোধন

\হপলাশ (নরসিংদী) প্রতিনিধি

দেশব্যাপী করোনা সচেতনা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্যবিধিসহ বিভিন্ন বিষয়ে প্রদর্শনীভিত্তিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাদেকুর রহমান আকন্দ। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনাবিদ এনায়েত হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশাদউলস্নাহ মনা প্রমুখ। পরে উপজেলার পলাশ বাসস্ট্যান্ড, ঘোড়াশাল পৌর এলাকা, ডাংগা, চরসিন্দুর, চর্ণগরদী, গজারিয়াসহ বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়।

সমিতির নির্বাচন

\হচাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল বাজার মৎস্য কল্যাণ সমবায় সমিতির পরিচালনা কমিটির নির্বাচন সোমবার অনুষ্ঠিত হয়েছে। চাটখিল অডিটরিয়ামে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার ও সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম ও ৩নং ওয়ার্ড কমিশনার নজির হোসেনসহ ৮ সদস্যের উপদেষ্টার উপস্থিতিতে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে মো. আব্বাস ও সাধারণ সম্পাদক পদে মো. বেলায়েত হোসেন নির্বাচিত হয়েছেন। অন্যান্য নির্বাচিতরা হলেন- সহসভাপতি মো. সোহাগ, সহসম্পাদক আবু মূসা, কোষাধ্যক্ষ সুদর্শন চন্দ্র দাশ, সদস্য মহিন, খোকন, ঝন্টু চন্দ্র দাশ, ইব্রাহীম ও প্রাণেশ্বর চন্দ্র দাস।

নেটওয়ার্কিং কর্মশালা

\হইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে জামালপুরের ইসলামপুরে ফিল্ড মনিটরিং শেয়ারিং ও নেটওয়ার্কিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সমতা প্রকল্পের সহযোগিতায় সোমবার উপজেলা বিআরডিবি হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা চেয়ারম্যান এসএস জামাল আব্দুন নাসের বাবুল, ইউএনও এসএম মাজহারুল ইসলাম, সমতা প্রকল্পের জামালপুর জেলা সমম্বয়কারী তারজিনা খাতুন, প্রজেক্ট অফিসার জোবায়ের হোসেন, সমতা প্রকল্প, সিডিডির ডিজ্যাবিলিটি ইনক্লুশন ফ্যাসিলিটেটর আরিফুল ইসলাম আরিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী ইউনিয়ন পরিষদ সদস্য, সিবিও, স্ব-সহায়ক গ্রম্নপ, নারী দল, ডিপিও, এসজিএম ছিলেন।

কর্মশালায় সমতা প্রকল্পের আওতাধীন স্ব-সহায়ক দল তাদের বার্ষিক কর্মপরিকল্পনাকে

পুনর্বিন্যাস ও কার্যক্রম পরিদর্শন, নারী ও প্রতিবন্ধী মানুষের

অধিকার নিশ্চিত করতে সেবাগ্রহীতা হিসেবে সরকারের চলমান ওয়াশ পরিদর্শন,

সামাজিক নিরাপত্তাবেষ্টনী ও আইনি সহায়তা লাভের জন্য উপজেলা থেকে জেলা পর্যায়ে যোগাযোগ এবং বরাদ্দ বাড়ানো বিষয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভা

\হবরিশাল অফিস

বিশ্ব পরিবেশ দিবস বরিশালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব পরিবেশ দিবস সম্মিলিত উদযাপন পর্ষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

রণজিৎ কুমার দত্তের সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান সরকার। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, সেইন্ট বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক, বাপা'র সমন্বয়ক মো. রফিকুল আলম প্রমুখ।

সংবাদ সম্মেলন

\হবকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে 'গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ' প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে এসডিজি নীতিমালা বাস্তবায়ন ও প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অক্সফ্যাম ও সিপিডির যৌথ অংশীদারিত্বে এবং উন্নয়ন সংঘের উদ্যোগে ধুমালীপাড়া জিসি প্রশিক্ষণ কেন্দ্রে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অভিপ্রায়পত্র পাঠ করেন এসডিজি জেলা নেটওয়ার্কের সভাপতি অধ্যাপক আফসার আলী।

উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জ্যোৎস্না আক্তারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপস্নব কুমার পাল, কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, সাংবাদিক শুভ্র মেহেদী, ইইউসিএসও প্রকল্পের কমিউনিটি মবিলাইজার জিএম ফাতিউল হাফিজ প্রমুখ।

চেক বিতরণ

\হগোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে মঙ্গলবার দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে স্বল্প সুদে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে যুবঋণের চেক বিতরণ করা হয়। এ সময় ২৩ জন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে ১১ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

চেক বিতরণকালে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুল হক খান মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহমেদ প্রমুখ।

যুবকের মৃতু্য

\হস্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদু্যৎস্পৃষ্ট হয়ে আনন্দ মিয়া (২০) নামে এক যুবকের মৃতু্য হয়েছে। সোমবার সকালে উপজেলার চাতলপাড় চকবাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত আনন্দ মিয়া চাতলপাড় ইউনিয়নের রতনপুর মধ্যপাড়ার হাসু মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, চাতলপাড় চকবাজারে নিহতের বড় ভাই আরাজ উদ্দিনের দোকানে স্টিলের নৌকা ঝালাই করার সময় বিদু্যৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আনন্দ মিয়া। চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবদুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রশিক্ষণ কর্মশালা

\হচিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে দিনব্যাপী দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী-২০১৯ শীর্ষক অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএনও মো. মাহবুবুর রহমানে সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। অনুষ্ঠানে মূল প্রশিক্ষক ছিলেন কুড়িগ্রাম দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল হাই সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আছমা বেগম চৌধুরী, চিলমারী মডেল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম, দৈনিক সমকাল প্রতিনিধি নাজমুল হুদা পারভেজ, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান।

ডিসির মতবিনিময়

\হচুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে জনপ্রতিনিধি, উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ইশরাত জাহান। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও সত্যজিত রায় দাশের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল, পৌর মেয়র মো. সাইফুল আলম রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, থানার ওসি মোহাম্মদ আলী আশরাফ, প্রেসক্লাবের সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন লিটন প্রমুখ।

খাদ্যসামগ্রী বিতরণ

\হদামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নে কর্মহীন নারী শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে জেলা প্রশাসকের পক্ষ থেকে এই খাদ্যসামগ্রী তুলে দেন ইউএনও দিলারা রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, কার্পাসডাঙ্গা হেয়ার প্রসেসিং সমিতির সভাপতি হাসিবুজ্জামান শহীদ বিশ্বাস প্রমুখ। এ সময় ৪৩০ জন নারীর হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।

প্রশিক্ষণ অনুষ্ঠিত

\হঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে ২০২০-২১ অর্থবছরে কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক-কৃষানীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি অফিস সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোড়াঘাটের আয়োজনের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মো. এখলাস হোসেন সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. রুহুল আমিন ও মো. শাহানুর রহমান। প্রশিক্ষণে উপজেলার ৪৫ জন কৃষক-কৃষানী অংশ নেয়।

স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ

\হসদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সদরপুরের চরনাছিরপুর ইউনিয়নে কোভিড-১৯ টিকা নিবন্ধন বিষয়ে স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার।

মেশিন প্রদান

\হফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় কন্যাবর্তিকা কর্মসূচির উপকারভোগী ১১ ছাত্রীর মধ্যে বাইসাইকেল ও দুঃস্থ নারীদের কর্মসংস্থানের জন্য ১৫ জনকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদের আয়োজনে এসব বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ।

মূলঘর ইউপি চেয়ারম্যান হিটলার গোলদারের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, ইউপি সচিব ফাতেমা তুজ জোহরা, বীর মুক্তিযোদ্ধা আবু বকর শেখ, গোলাম ছরোয়ার, ছাত্রলীগ নেতা শরিফুল ইসলামসহ বিভিন্ন ইউপি সদস্য ও বিশিষ্টজনরা ছিলেন।

কর্মশালা অনুষ্ঠিত

\হগোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১০টা থেকে গোয়ালন্দ অফিসার্স ক্লাবে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে রাজবাড়ী জেলা তথ্য অফিস।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল হক খান মামুনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা মুন্সি। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ ও রাজবাড়ী সরকারি কলেজের প্রভাষক মো. শাহরিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা তথ্য কর্মকর্তা তাহমিনা আক্তার, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উজানচর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ফকীর, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন।

গাছের চারা বিতরণ

\হমনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার মনোহরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রূপালী ব্যাংক মনোহরগঞ্জ শাখার উদ্যোগে উপজেলা সদরের মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, মনোহরগঞ্জ দারুল উলুম কেরামতিয়া আলিম মাদ্রাসা, লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঝলম সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শতাধিক আম্রপালি আমের চারা বিতরণ করা হয়। ব্যাংকের মনোহরগঞ্জ শাখা ব্যবস্থাপক আবু জাফর সিদ্দিক এ চারা বিতরণের কথা জানান।

এ সময় উপস্থিত ছিলেন দারুল উলুম কেরামতিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিন্নত আলী, লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ, রূপালী ব্যাংক কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে