বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় সস্তায় 'লক্ষ্না' আম কিনতে মানুষের ভিড়

চঞ্চল সাহা, কলাপাড়া (পটুয়াখালী)
  ১৯ জুন ২০২১, ০০:০০

পটুয়াখালীর কলাপাড়ায় সস্তা দামে 'লক্ষ্না' আম বিক্রি করায় তা কিনতে মানুষ ভিড় করছেন। বুধবার দুপুরে পৌরশহরের মনোহরী পট্টিতে এ আম ১০০ টাকায় তিন কেজি করে ডেকে ডেকে বিক্রি করা হয়। সস্তায় পেয়ে মানুষ বৃষ্টি উপক্ষো করে তা কিনতে সেখানে ভিড় জমাচ্ছেন। 'লক্ষ্না' নামের এ আম বিক্রেতারা ভ্যানের ওপর বোঝাই করে বিক্রি শুরু করেন। আবার শেষ হয়ে গেলে স্থানীয় আড়তদারদের কাছ থেকে পাইকারি দরে কিনে ঘুরে ঘুরে বিক্রি করছেন এ আম।

জানা যায়, আম্রপলি, ল্যাংড়া, হিমসাগর, রূপালী আমের দাম বেশি থাকায় স্বল্প আয়ের মানুষ কম দামের লক্ষ্নার প্রতি ঝুঁকে পড়েছেন। তবে অধিকাংশ ক্রেতা বলছেন, করোনার কারণে মানুষের উপার্জন অনেকটা কমে গেছে। ফলে সাধ থাকলেও সাধ্য নেই। তাই বাজারে কম দামের আমের প্রতি মানুষের ঝোঁক বেশি। আম বিক্রেতা শহিদুল ইসলাম জানান, বাজারে ভালো মানের আম পাওয়া গেলেও কম দামের আম বেশি নিচ্ছে মানুষ। ফলে তারা কম দামের আমই বেশি রাখছেন। এদিকে, এ বছর স্থানীয় আমেরও ফলনও ভালো হয়েছে। অধিকাংশ মানুষ ফরমালিনমুক্ত আম কিনতে দেশীয় এ আমকে বেশি প্রাধান্য দিচ্ছেন।

কলাপাড়া কৃষি কর্মকর্তা আবদুল মান্নান জানান, উপজেলায় অন্তত এক হাজার কৃষক আম চাষ করেছেন। এ বছর ২০২ হেক্টর জমিতে আমের চাষ রের্কড করা হয়েছে। ফলনও ভালো। আগামীতে স্থানীয় এ আম এলাকার চাহিদা মিটিয়ে অন্যান্য স্থানে সরবরাহ করা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে