সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৯ জুন ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
মতবিনিময় সভা \হস্টাফ রিপোর্টার, নেত্রকোনা নেত্রকোনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে শুক্রবার সকালে জেলা খাদ্য বিভাগ ও অটোমেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির উদ্যোগে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ (ধান-চাল) অভিযান সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুলস্নাহ আল মাহমুদ, জেলা অটোমেজর হাস্কিং মিল মালিক সমিতির সভাপতি এইচ আর খান পাঠান সাকি, সাধারণ সম্পাদক উজ্জ্বল সাহা প্রমুখ। ফাইনাল খেলা \হস্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকালে হরিণবেড় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. ফারুক মিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্য, উপজেলা যুবলীগ নেতা মহিদুজ্জামান টিটু, দুলন খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রভাষক নির্মল চৌধুরী, ইউপি সদস্য প্রফুলস্ন দাস, মোহন লাল দাস, অ্যাডভোকেট অনতুষ দাস, আয়োজক কমিটির সদস্য আশুতোষ দাস, রসরাজ দাস, পল্টন দাস প্রমুখ। ফাইনাল খেলায় হরিণবেড় জুনিয়র একাদশ টাইব্রেকারে ২-১ গোলে সিনিয়র একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টাকা বিতরণ \হপঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের আটোয়ারিতে দরিদ্র ও হতদরিদ্র নারীদের মধ্যে ছাগল ও গাছ বিক্রির লভ্যাংশের টাকা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) অর্থায়নে এবং মির্জাপুর ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের বাস্তবায়নে গ্রামীণ হতদরিদ্র নারীদের মধ্যে আর্থসামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় এসব ছাগল ও গাছ বিক্রির লভ্যাংশের টাকা বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকালে ফেডারেশনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আলিম খান ওয়ারেসি। ফেডারেশন চেয়ারম্যান দবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আটোয়ারির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান। সভাপতি মনোনীত \হধুনট (বগুড়া) প্রতিনিধি বগুড়ার ধুনট মহিলা কলেজের গভর্নিংবডির সভাপতি মনোনীত হয়েছেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা হাবিবর রহমানের ছেলে প্রকৌশলী আসিফ ইকবাল সনি। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এক স্মারকে এই তথ্য জানানো হয়। আসিফ ইকবাল সনি আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য এবং ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদে রয়েছেন। ভূমি ব্যবস্থাপনা কর্মশালা \হবড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি নাটোরের বড়াইগ্রাম উপজেলার জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, ইমাম ও স্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা অডিটরিয়ামে স্থানীয় সরকার বিভাগ এবং জাইকার উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ সমাজকল্যাণ কমিটি এই কর্মশালার আয়োজন করে। ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মশালায় ১০৭ প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অনলাইন পস্নাটফর্মে প্রধান আলোচক হিসেবে যুক্ত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, সহকারী প্রোগ্রামার আব্দুর রহমান আনছারী, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা উন্নয়ন কর্মকর্তা (জাইকা) শাহীন ওয়াজ সরকার, কানুনগো রুহুল আমিন প্রমুখ। আলোচনা সভা \হগৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের গৌরীপুরে বেসরকারি এনজিও লাসটারের উদ্যোগে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে নারীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মধ্য ভালুকা এলাকায় এনজিওর রিজিওনাল কার্যালয়ে সমিতির সভানেত্রীদের অংশগ্রহণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, মহিলাবিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, লাসটারের নির্বাহী পরিচালক হাসানুজ্জামান, তথ্যসেবা কর্মকর্তা রুমি আক্তার, লাসটারের গৌরীপুর রিজিওনাল কার্যালয়ের পরিচালক মো. দেলোয়ার হোসেন খান, জেনারেল ম্যানেজার অম্পা সাহা প্রমুখ। নারীকে জরিমানা \হসুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার সুন্দরগঞ্জে ভেজাল গুড় তৈরির অপরাধে মোছা. সাহেদা বেগম (৪৫) নামে এক নারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কশিনার (ভূমি) মাহমুদ আল হাসান। সাহেদা বেগম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামের আব্দুল হামিদ মিয়ার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহমুদ আল হাসান বলেন, ভেজাল চিটাগুড় তৈরির কারখানার সংবাদ পেয়ে মালিক আব্দুল হামিদ মিয়ার বসতবাড়িতে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস ছালাম মিয়াসহ অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক আব্দুল হামিদ মিয়া পালিয়ে যায়। পরে তার স্ত্রী মোছা. সাহেদা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উরস শুরু কাল \হআনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি হযরত শাহ মোহছেন আউলিয়ার (রাহ.) এর বার্ষিক উরস আগামীকাল রোববার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী রুস্তমহাটস্থ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। তবে করোনা মহামারির কারণে গত বছরের মতো এ বছরও মাজার পরিচালনা কমিটির কোনো ধরনের আনুষ্ঠানিকতা থাকবে না। ভক্তরা স্বাস্থ্য বিধি মেনে নিজ নিজ উদ্যোগে জেয়ারত, খতমে কোরআন ও মিলাদ মাহফিল করবেন বলে জানা গেছে। শুক্রবার দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন মাজার পরিচালনা কমিটির যুগ্ম মোতাওয়ালিস্ন মাস্টার এসএম জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মোতাওয়ালিস্ন এসএম ফজলুল করিম, এসএম মঞ্জুরুল ইসলাম, এসএম আইয়ুব নুরী বাবুল, এসএম হাবিবুর রহমান, এসএম মনছুর ও এসএম আনিস। প্রতিনিধি সমাবেশ \হহাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি ও মেধা বিকাশ কার্যক্রম ২০২১ উপলক্ষে প্রতিনিধি সমাবেশ মাইজভান্ডারী ফাউন্ডেশনের আয়োজনে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা শাখার সভাপতি ডা. ফরিদুল আলমের সভাপতিত্বে বৃহস্পতিবার জামেয়া অদুদিয়া ফাজিল মাদ্রাসার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ মাওলানা শহীদুলস্নাহ ফারুকীর সঞ্চালনায় প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সচিব শেখ মুহাম্মদ আলমগীর। কাজ উদ্বোধন \হটঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার নদীভাঙন রোধে আপৎকালীন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় মুন্সীগঞ্জ -২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি উপস্থিত থেকে উপজেলার দীঘিরপাড় বাজার এলাকায় নদীর তীর রক্ষার্থে বালুভর্তি জিওর ব্যাগ ফেলে আপৎকালীন জরুরি অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান নাহিদ খান, দীঘিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম হালদার, কামারখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন হালদার, কে-শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান বেপারী, জেলা পরিষদের সদস্য আকলিমা বেগম। এসআই নিহত \হস্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দায়িত্ব পালনকালে পিকআপের ধাক্কায় মোস্তফা কামাল-(৫৭) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টায় কুমিলস্না-সিলেট মহাসড়কের কসবা উপজেলার কুটি ইউনিয়নের কালামুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল ফেনী জেলার ফুলগাজী উপজেলার পৈহারা গ্রামের মরহুম হাজী আলী আজমের ছেলে। জেলা পুলিশ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআই মোস্তফা কামাল বৃহস্পতিবার রাতে কুমিলস্না-সিলেট মহাসড়কের কসবা উপজেলার কুটি ইউনিয়নের কালামুড়িয়া এলাকায় ফোর্স নিয়ে মহাসড়কে দায়িত্ব পালন করার সময় দ্রম্নতগামী একটি পিকআপ এসআই মোস্তফা কামালকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পান। আহত অবস্থায় সঙ্গে থাকা কনস্টেবলরা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। রাত ১২টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মির্জা মোহাম্মদ সাঈদ তাকে মৃত ঘোষণা করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন \হস্টাফ রিপোর্টার, নেত্রকোনা নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার দুপুরে উপজেলার সব নারীর সেবা নিশ্চিত করতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব উইমেন্স কর্নারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মইনউদ্দিন খন্দকারের সভাপতিত্বে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, জেলা লেডিস ক্লাবের সভাপতি কাজি সুমান্না আখতার, উপজেলা লেডিস ক্লাবের সভাপতি সাজেদা সুলতানা, পৌর মেয়র আসাদুল হক ভুইয়া, কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ খন্দকার প্রমুখ। পানিতে ডুবে মৃতু্য \হলোহাগড়া (নড়াইল) প্রতিনিধি নড়াইলের লোহাগড়ায় পানিতে ডুবে আকলিমা খানম নামে (৩) এক শিশুর মৃতু্য হয়েছে। আকলিমা উপজেলার লক্ষশীপাশা ইউনিয়নের দাসেরডংগা গ্রামের হাসান শেখের মেয়ে। স্থানীয়রা জানায়, আকলিমা শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে প্রতিবেশী পাচু শেখের বাড়ির পাশে খেলতে গিয়ে বৃষ্টির পানি জমে থাকা একটি গর্তে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে ওই গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করে। যুবকের মৃতু্য \হকেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার কেন্দুয়ায় পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারামারির ঘটনায় সাখাওয়াত হোসেন সজল (২৫) নামে আহত এক যুবকের মৃতু্য হয়েছে। সাখাওয়াত উপজেলার পাইকুড়া ইউনিয়নের চিটুয়া নওয়াপাড়া গ্রামের আব্দুল আওয়াল খাঁর ছেলে। পুলিশ জানায়, চিটুয়া নওপাড়া গ্রামে আপন দুই ভাইয়ের মধ্যে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ৮ জুন দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ ৭-৮ জন আহত হন। তাদের মধ্যে সাখাওয়াতকে গুরুতর অবস্থায় প্রথমে উপজেলা হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও সব শেষ উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ৮ দোকানে আগুন \হআদমদীঘি (বগুড়া) প্রতিনিধি বগুড়ার আদমদীঘির সাওইল বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ৮টি সুতার দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ব্যবসায়ী ডক্টর মজিবর রহমান জানান, বাজারের লুৎফর রহমান সুতা মার্কেটে বৈদু্যতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুনে মার্কেট মালিক লুৎফর রহমানের ছেলে এমরান, আপেল, মন্টু, আমজাদ, সায়ের আলীসহ ৮টি সুতার দোকানের মালামাল পুড়ে যায়। আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আদমদীঘি ফায়ার সার্ভিসের ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। বৃক্ষরোপণ কর্মসূচি \হস্টাফ রিপোর্টার, টাঙ্গাইল টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কর্মসূচিতে যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল শহরের পদ্মমনি (বড়) পুকুর পাড়ে একটি নিম গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সহ-সভাপতি সাদেকুল আলম খোকা, আতাউর রহমান জিন্নাহ, মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, আনিসুর রহমান, সাংগাঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী, মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাদুঘর উদ্বোধন \হঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঐতিহ্যবাহী গজনি অবকাশ পর্যটন কেন্দ্রে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নামে জাদুঘর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাদুঘর উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। এ সময় ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এস এম এ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, সহকারী কমিশনার ভূমি জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালা \হচাটখিল (নোয়াখালী) প্রতিনিধি নোয়াখালীর চাটখিলে দুই দিনব্যাপী নিরাপদ খাদ্য তৈরি পরিবেশন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং বাজারমূল্য নিয়ন্ত্রণ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী এ কর্মশালা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ মোসা'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রোগ্রামার কাজী মইনুল হাছান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান প্রমুখ। বাড়িঘর ভাঙচুর \হকুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মধ্য নলবাইদ গ্রামে প্রতিপক্ষ সাইফুল ইসলাম ও তার লোকজন টয়লেটের জায়গা নিয়ে একই গ্রামের নূরুল ইসলাম, দ্বীন ইসলামের ৩টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। গত সোমবার ঘটা এ ঘটনায় বৃহস্পতিবার কুলিয়ারচর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ও নূরুল ইসলাম গংয়ের মধ্যে টয়লেটের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই নিয়ে কয়েকবার এলাকায় শালিস হয়। এ ব্যাপারে দ্বীন ইসলাম বাদী হয়ে বৃস্পতিবার কুলিয়ারচর থানায় সাইফুল ইসলামকে প্রধান আসামি করে ১০ জনের নামে মামলা দায়ের করেন।