গৃহবধূ হত্যার দায়ে স্বামীর মৃত্যুদÐ

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) সংবাদদাতা
খাগড়াছড়ির গুইমারায় যৌতুকের জন্য অকটেনের আগুন দিয়ে গৃহবধূ সালমা আক্তারকে হত্যার দায়ে অভিযুক্ত স্বামী মিজানুর রহমানকে মৃত্যুদÐ দিয়েছে আদালত। সোমবার খাগড়াছড়ির নারী ও শিশু নিযার্তন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আদালতে মামলার আসামিরা উপস্থিত ছিলেন। মৃত্যুর আগে নিহত সালমার জবানবন্দি ও ৬ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আদালত অভিযুক্ত স্বামী মিজানুর রহমান নারী ও শিশু নিযার্তন দমন আইনে দোষী সাব্যস্ত হওয়ায় মৃত্যুদÐে দÐিত করে আদালত। মামলার অন্য ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দেয়।