মা ইলিশ রক্ষায় অভিযানে র‌্যাব

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

চঁাদপুর প্রতিনিধি
মা ইলিশ রক্ষায় চঁাদপুরের পদ্মা-মেঘনা নদীতে ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলছে। চঁাদপুর প্রশাসনও প্রতিদিন নিষেধাজ্ঞা অমান্যকারী জেলেদের জেল-জরিমানা করছে। তাতেও থামানো যাচ্ছে না তাদের। জেলার বিভিন্ন অলিতে গলিতে মিলছে ডিমওয়ালা মা’ ইলিশ। তাই নতুন করে ইলিশ রক্ষায় টাস্কফোসের্ যুক্ত হচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। পাশাপাশি পুলিশ ও কোস্টগাডর্ও থাকবে। জেলা মৎস্য কমর্কতার্ আসাদুল বাকি জানান, গত রোববার জেলা প্রশাসনের কাযার্লয়ের মা ইলিশ রক্ষা টাস্কফোসের্র এক সভায় বেশ কিছু গুরুত্বপূণর্ সিদ্ধান্ত হয়। এরই মধ্যে র‌্যাবকে ইলিশ রক্ষায় সম্পৃক্ত করা এবং মেঘনা নদীর সঙ্গে সংযোগকারী সকল খালের মুখ বিশেষ ব্যবস্থায় বন্ধ করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী চঁাদপুরের উপজেলা প্রশাসন নদীর সঙ্গে সম্পৃক্ত চঁাদপুর সদরের যত খাল রয়েছে জালভতির্ নৌকাগুলো ভেতরে প্রবেশ করিয়ে তার মুখ বন্ধ করার কাজ শুরু করেছে। জনপ্রতিনিধিদের ভ‚মিকা প্রসঙ্গে তিনি বলেন, ইলিশের অভয়াশ্রম তথা নদী তীরবতীর্ এলাকার জনপ্রতিনিধিরা ইলিশ রক্ষায় গুরুত্বপূণর্ ভূমিকা পালন করতে পারেন। তাদের এ বিষয়ে নিদের্শনা দেয়া আছে। এদিকে, ৭ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পযর্ন্ত ৩৮টি অভিযান ও ৪৬টি মোবাইল কোটর্ পরিচালনা করা হয়েছে। এ সময় ২৭টি মামলায় ২৮ জেলেকে এক বছর করে কারাদÐ দিয়ে জেলেও পাঠানো হয়েছে।