পরীক্ষায় জালিয়াতি ২৪ জনের জেল

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

রাজশাহী অফিস
ডিগ্রি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেয়ার অপরাধে ২৪ জনকে সাজা দিয়েছে রাজশাহীর একটি আদালত। তাদের প্রত্যেককে দুই বছর করে কারাদÐ দেয়া হয়। সোমবার বিকালে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে-৩ এর বিচারক সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন বলে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শামসুদ্দীন জানিয়েছেন। সাজাপ্রাপ্তরা হলেনÑসাতক্ষীরা ডুমুরিয়া উপজেলার শ্যামনগরের সাব্বির হোসেন, রাজশাহীর বাগমারার দক্ষিণ জামালপুরের মোস্তাফিজুর রজমান রনি, একই উপজেলার সাইধারার হোসেন আলী, বিষ্ণপুরের মতিউর রহমান, রক্ষিতপাড়ার ফিরোজুল ইসলাম, রাজশাহীর তানোর উপজেলার বনকেশর গ্রামের মিঠু রহমান, কাওসার হোসেন, ফারুক হোসেন ও আবদুস সালাম, রাজশাহী নগরীর কাদিরগঞ্জের আরিফুল ইসলাম, রাজশাহীর দুগার্পুর উপজেলার সাকোয়ার মোত্তালেব হোসেন, রাজশাহীর চারঘাট উপজেলার রামচন্দ্রপুরের রুবেল আলী, চঁাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লাহাপুরের আমিনুল ইসলাম, টাঙ্গাইলের নাগারপুর উপজেলার শাহজানীর আল আমিন, বগুড়ার ধুনট উপজেলার বেড়পাড়ার ইমরান আলী, কুষ্টিয়া সদরের পশ্চিম মজমপুরের জান্নাতুল ফেরদৌস, রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছির বেলাল হোসেন, একই উপজেলার ধোপাঘাটার ফিরোজ আহমেদ, বিহরীর এলাকার সুমন রানা, মতিউর রহমান, চকবিহরীর ইলিয়াস সরদার, বিষহরা গ্রামের বৃষ্টি রানী, নওগঁার মান্দা উপজেলার কটকতৈল মধ্যপাড়ার বুলবুল ইসলাম এবং একই উপজেলার সাটইলের সোহেল রানা।