বাবুগঞ্জে ১০ টাকা মূল্যের চাল বিতরণে অনিয়ম

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
বরিশালের বাবুগঞ্জে ১০ টাকা মূল্যের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ডিলার জয়ন্ত কুমার শাহাকে অবরুদ্ধ করে বিক্ষুব্ধ জনতা। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। ঘটনাটি ঘটেছে সোমবার উপজেলার মাধবপাশা বাজারের তিনমঠ এলাকায়। স্থানীয়রা জানায়, সরকার খাদ্যবান্ধব কমর্সূচির চাল চুরি ঠেকাতে ৩০ কেজির প্যাকেটে ব্যবস্থা করেছে। কিন্তু তিনি ৩০ কেজির প্যাকেট ফুটো করে ৪/৫ কেজি রেখে ২৫/২৬ কেজি করে চাল বিতরণ করেন। বিষয়টি নজরে আসলে সুবিধাভোগীরা বিক্ষুব্ধ হয়ে ডিলার জয়ন্তকে অবরুদ্ধ করে রখে। পরে খবর পেয়ে এয়ারপোটর্ থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে পরিস্থিতি সামাল দেন। বিষয়টি নিশ্চিত করে এয়ারপোটর্ থানার ওসি আব্দুর রহমান বলেন, উপজেলা নিবার্হী কমর্কতার্র ফোন পেয়ে তাকে উদ্ধার করে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এদিকে খাদ্য অধিদপ্তরের পরিদশর্ক জেবুন্নেছা বেগম বলেন, বস্তা প্রতি ৪০০/৫০০ গ্রাম চাল ঘাতির্ হতে পরে। এর বেশি হওয়ার অবকাশ নেই। এ বিষয়ে উপজেলা নিবার্হী কমর্কতার্ সুজিত হাওলাদার বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা পেলে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।