জাতীয় ইঁদুর নিধন দিবস পালিত

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

স্বদেশ ডেস্ক
নাটোরে লালপুর জাতীয় ইঁদুর নিধন দিবস উপলক্ষে র‌্যালি Ñযাযাদি
‘ঘরের ইঁদুর, মাঠের ইঁদুর ধ্বংস করে অন্ন, সবাই মিলে ইঁদুর মারি ফসল রক্ষার জন্য’- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় ইঁদুর নিধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি এবং সংবাদদাতার পাঠানো খবর : ব্রাহ্মণবাড়িয়া : ইউএনও হাসিনা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আনিসুল হক ভঁ‚ইয়া। পাইকগাছা (খুলনা) : ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স ম বাবর আলী। বোয়ালমারী (ফরিদপুর) : ইউএনও মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন। জীবননগর (চুয়াডাঙ্গা) : ইউএনও সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। গুরুদাসপুর (নাটোর) : ইউএনও মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ । পীরগঞ্জ (ঠাকুরগঁাও) : আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পৌর মেয়র কশিরুল আলম প্রমুখ। লালপুর (নাটোর) : ইউএনও উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু।