বিএসএফের ২৫ সদস্যের দল বাংলাদেশে

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

বেনাপোল (যশোর) সংবাদদাতা
দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা প্রশিক্ষণে অংশ নিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফএর ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল ১১ দিনের জন্য বাংলাদেশে এসেছেন। সোমবার বেলা সাড়ে ১১টায় বিএসএফের প্রতিনিধি দলটি বেনাপোলে ইমিগ্রেশন ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে। ভারতের বিএসএফের কমান্ডার সুনীল কুমারের নেতৃত্বে ২৫ সদস্যের প্রতিনিধি দলে ১০জন কমর্কতার্ ও ১৫ জন সদস্য রয়েছেন। তারা চট্টগ্রাম বিজিবি ট্রেনিং স্কুল অ্যান্ড কলেজে বিজিবি ও বিএসএফের মধ্যে সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে ১১ দিনের প্রশিক্ষণে অংশ নেবেন। এর আগে বিএসএফের প্রতিনিধিরা বেনাপোল চেকপোস্ট শূন্য রেখায় এলে ফুল দিয়ে অভ্যথর্না জানান বডার্র গাডর্ বাংলাদেশের (বিজিবি-৪৯) অধিনায়ক লে. কনের্ল আরিফুল হক। পরে প্রতিনিধি দলকে বিজিবি ও পুলিশের নিরাপত্তা বেস্টনির মধ্য দিয়ে গন্তব্যের উদ্দ্যেশে নিয়ে যাওয়া হয়। বিজিবি সূত্র জানায়, দুই দেশের সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে সু-সম্পকর্ বজায় রেখে কীভাবে যৌথভাবে মাদক, অস্ত্র, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার বন্ধ করা যায় সে লক্ষ্যে উভয় দেশের সীমান্তরক্ষীদের এই উন্নত প্রশিক্ষণের আয়োজন। ১১ দিনের প্রশিক্ষণ শেষে বিএসএফ প্রতিনিধি দলটি আগামী ২৭ অক্টোবর বেনাপোল দিয়ে ভারতে ফিরবেন বলে জানা গেছে।