ভৈরবে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে দু’জনের সাজা

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
ভৈরবে র‌্যাবের অভিযানে প্রায় ৩ হাজার ৫শ ভেজাল মসলা জব্দ করা হয়। সোমবার রাত ১২টায় শহরের নদীর পাড় এলাকায় এই অভিযানে মিল মালিক আবদুল হাসিম মিয়ার ছেলে আনসারী রনি ও তার কমর্চারী দেলুয়ারকে র?্যাব সদস্যরা আটক করে। মসলায় ভেজাল মিশ্রণ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত রনিকে ১ বছর সশ্রম কারাদÐ ও কমর্চারী দেলুয়ারকে ১০ দিন বিনাশ্রম কারাদÐ দেয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভৈরব উপজেলা নিবার্হী অফিসার ও ম্যাজিস্ট্যাট মোহাম্মদ কাজী ফয়সাল। পরে তাদেরকে ভৈরব থানা পুলিশে সোপদর্ করা হয়। মঙ্গলবার সকালে দুজনকেই কিশোরগঞ্জ কারাগারে পাঠিয়ে দেয়া হয়।