সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ব্রিজ

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মধুপুরে সংযোগ সড়ক না থাকায় প্রায় অধের্কাটি টাকা ব্যয়ে নিমির্ত নতুন ব্রিজটি এলাকাবাসীর কোনো কাজে আসছে না। দুই পাশে প্রায় ৩ কিলোমিটার সংযোগ সড়ক না থাকায় ব্রিজটি উদ্বোধনও করা যাচ্ছে না। এতে করে রসুলপুর, লালমাটি, মোমিনপুর, গড়ানচালা, মহিষমারা ও গারোবাজার গ্রামের প্রায় প্রায় লক্ষাধিক মানুষ দুভোর্গ এখনো শেষ হচ্ছে না। স্থানীয়রা জানান, উপজেলার লালমাটি থেকে গারোবাজার পযর্ন্ত প্রায় ৭ কিলোমিটার সড়কের মাঝ পথে মহিষমারা গ্রামের আঠারচ‚ড়া খালের উপর এ ব্রিজটির নিমার্ণ কাজ শেষ হয় দুই বছর আগে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় এটি আমাদের কোনো কাজে আসছে না। ব্রিজের জমিদাতা মো. গনি মিয়া (৪৮) বলেন, এলাকার উন্নয়নে ব্রিজের জন্য জমি দিয়েছি। কিন্তু সংযোগ সড়ক না থাকায় আমাদের আশা পূরণ হয়নি। এ বিষয়ে মহিষমারা ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল মোতালেব জানান, ব্রিজের পশ্চিম পাশের রাস্তা ঘাটাইল উপজেলার এবং পূবর্পাশের রাস্তা মধুপুরের। রসুলপুর ইউপি চেয়ারম্যান এমদাদ সরকারের সাথে কথা বলে প্রকল্প এনে উভয় পাশে রাস্তা করা হবে। এদিকে প্রকল্প বাস্তবায়ন কমর্কতার্ রাজীব আল রানা জানান, ইউএনও এবং উপজেলা চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। ব্রিজের সংযোগ সড়ক করা হবে কিন্তু এ জন্য বড় বরাদ্দের প্রয়োজন। তাই আপাতত একপাশে সড়ক নিমার্ণ করা হবে।