পটুয়াখালীতে স্মৃতিস্তম্ভে জঞ্জালমুক্ত করল ছাত্রলীগ

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৮, ০০:০০

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী শহরের প্রবেশদ্বার চৌরাস্তার গোল চত্বরে নিমির্ত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের আশপাশে থাকা বিভিন্ন সাইনবোডর্, পোস্টার, ব্যানার অপসারণ করেছে জেলা ছাত্রলীগের নেতাকমীর্রা। বুধবার সকালে জেলা ছাত্রলীগের সভাপতি মো. হাসান সিকদারের নেতৃত্বে এই কমর্সূচি শুরু করেন তারা। হাসান সিকদার বলেন, ‘বিভিন্ন ধরনের পোস্টার লিফলেট ও বিজ্ঞাপনের আড়ালে শহরের একমাত্র মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভটি এতদিন চাপাপড়ে ছিল। ফলে দেশি-বিদেশি পযর্টকদের কাছে তাদের শহরের ভাবমূতির্ ক্ষুণœ হতো। এ ছাড়া মহাসড়কের চারদিক থেকে যাওয়া যানবাহনগুলো অপর পাশের যানবাহন দেখতে পেত না। ফলে প্রায়ই দুঘর্টনা ঘটত। এ সমস্যার সমাধান করতেই তারা এই কমর্সূচি হাতে নেন।