রংপুরে দুটি মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠায় সংশয়

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৮, ০০:০০

রংপুর প্রতিনিধি
রংপুর নগরীতে অভিভাবক ও শিক্ষাথীের্দর আন্দোলনে নতুন করে দুটি সরকারি মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হলেও তা বাস্তবায়নে এখনও সংশয় রয়েছে। নগরীতে দুটি সরকারি স্কুল রয়েছে। এর একটি রংপুর জিলা স্কুল ও অপরটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ দুটি স্কুলে শিক্ষাথীর্ ভতিের্ত মাত্রাতিরিক্ত চাপ বাড়ছে। এদিকে ভতির্ সংকট থেকে উত্তোরণে ২০১৪ সালে গঠন করা হয় সৃজনশীল অভিভাবক সংগ্রাম কমিটি। স্থানীয় অভিভাবক ও শিক্ষাথীের্দর আন্দোলনের প্রেক্ষিতে ঢাকা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা উন্নয়ন অধিদপ্তর তিন সদস্যের একটি দল গত বছর দুই দফা রংপুর আসেন। তারা নগরীর উত্তমের পুরনো রেডিও সেন্টারের পরিত্যক্ত সরকারি ও বোতলা এলাকায় ২ একর করে ৪ একর জায়গা মনোনীত করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ মুহাম্মদ ফয়জুল আলম জানান, রেডিও সেন্টারের পরিত্যক্ত সরকারি জায়গাটি বালক স্কুলের জন্য মনোনীত করা হয়েছে। অন্যদিকে বালিকা স্কুলের জন্য মনোনীত জায়গাটি ব্যক্তিমালিকের। তা অধিগ্রহণের অপেক্ষায় রয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা উন্নয়ন অধিদপ্তরের পরিকল্পনা উন্নয়ন পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, ইতিমধ্যে রংপুরে নতুন দুটি সরকারি মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠায় সকল কাযর্ক্রম শেষ পযাের্য়। এর উন্নয়ন প্রকল্প কপি পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয়েছে। এখন শুধুই অপেক্ষার পালা।