গোয়ালন্দে মহাসড়ক যেন মরণফঁাদ!

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৮, ০০:০০

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে দৌলতদিয়া ঘাট পযর্ন্ত প্রায়ই লেগে থাকে ভয়াবহ যানজট। ছবিটি মঙ্গলবার তোলা Ñযাযাদি
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে দৌলতদিয়া ঘাট পযর্ন্ত ১৩ কিলোমিটার এলাকার মহাসড়ক যেন মরন ফঁাদে পরিনত হয়েছে। এ পথে বেপরোয়া গতিতে চলছে দূরপাল্লার বাসসহ অন্যান্য যানবাহন। প্রতিনিয়ত দূঘর্টনায় দীঘর্ হচ্ছে মৃত্যুর মিছিল। দৌলতদিয়া ঘাট এলাকায় আগে ফেরিতে উঠতে মহাসড়কে রীতিমত প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে  চালকেরা। আর এ কারনেই ঘটছে দুঘর্টনা। সেই সাথে আইন-কানুনের তোয়াক্কা না করে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে শত শত অবৈধ নসিমন, করিমন, ভটভটি ও থ্রী হুইলার।  রাজবাড়ী জেলা পুলিশের তথ্যমতে, গত ১০ মাসে গোয়ালন্দ মোড় থেকে  দৌলতদিয়া ঘাট পযর্ন্ত ১৩ কিলোমিটার অংশে সড়ক দুঘর্টনায় প্রাণ হারিয়ে ১৬ জন। সবের্শষ গত শনিবার দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে বাস চাপায় জাকিয়া আক্তার কেয়া ও চঁাদনী আক্তার নামে ওই স্কুলের নবম শ্রেনীর দুই শিক্ষাথীর্ নিহত হন। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল জানান, দাবীর প্রেক্ষিতে রাজবাড়ীর সড়ক ও জনপথ বিভাগ বিদ্যালয়ের সামনে সোমবার দুটি স্পীডব্রেকার স্থাপন করেছে। গোয়ালন্দ উপজেলা নিবার্হী অফিসার রুবায়েত হায়াত শিপলু জানান, গত শনিবারের দুঘর্টনার জন্য দায়ী ঘাতক বাস ও  চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া হচ্ছে। নিহত দুই শিক্ষাথীর্র পরিবারকে দ্রæতই ক্ষতিপূরণ দেয়ার চেষ্টাও করা হচ্ছে।