বিএনপি-জামায়াতের ৬৫ নেতাকমীর্র নামে মামলা

প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৮, ০০:০০

মনিরামপুর (যশোর) সংবাদদাতা
মনিরামপুর উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন, জামায়াতের আমির মওলানা লিয়াকত হোসেনসহ দলের ৬৫ নেতাকমীের্ক আসামি করে আবারও পৃথক দুটি মামলা হয়েছে। বুধবার মনিরামপুর থানার উপ-পরিদশর্ক তপন কুমার ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদশর্ক মোশারফ হোসেন বাদী হয়ে মামলা দুটি করেন। যার মামলা নম্বর-১৯ ও ২০। বিস্ফোরক আইনের করা এই মামলায় আরও আসামি করা হয়েছে উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক, মওলানা মিজানুর রহমান, জামায়াতের বতর্মান উপজেলা সেক্রেটারি মওলানা মহিউল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান, রোহিতা ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, থানা বিএনপির সাংগাঠনিক সম্পাদক অ্যাডভোকেট মকবুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলামসহ দলের বিভিন্ন পযাের্য়র ৬৫ নেতাকমীর্। থানা সূত্র জানায়, বুধবার সকাল ৬টার দিকে মনিরামপুর ডিগ্রি কলেজের মসজিদের পশ্চিম পাশে নাশকতার পরিকল্পনা করাকালীন সময় অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১০টি তাজা বোমা উদ্ধার করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় পুলিশের বিশেষ শাখার উপ-পরিদশর্ক মোশারফ হোসেন বাদী হয়ে বুধবার থানায় মামলাটি করে।