অভিযান না থাকলেই ইলিশ নিধনে নেমে পড়েন জেলেরা

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৮, ০০:০০

চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের চরভদ্রাসনে অভিযান না থাকলেই নিশ্চিন্তে ইলিশ নিধনযজ্ঞে লিপ্ত হয় শিকারীরা। শুক্রবার সরেজমিনে উপজেলার চর হাজিগঞ্জ হতে গোপালপুর ফেরী ঘাট হয়ে সদরপুরের জল সীমানা পযর্ন্ত এ দৃশ্য চোখে পরে। অপ্রতুল অভিযান ও অভিযানের পূবের্ই তথ্য ফাস হয়ে যাওয়ায় নির্বিগ্নে চলে মা ইলিশ নিধন। অভিজ্ঞদের মতে নদীতে ম্যাজিট্রেট সহ সাবর্ক্ষনিক অভিযানের ব্যবস্থা করা না হলে অবৈধ ইলিশ শিকারীদের দমন করা সম্ভব না। এছাড়া অভিযানে বের হবার পূবের্ই ওত পেতে থাকা জেলেদের আত্বীয় বা ভাগীদাররা মুঠোফোনের মাধ্যমে সতকর্ করে দিচ্ছে। তাই অভিযান পরিচালনায় আরও কুশলী হওয়ার প্রয়োজন অনুভব করেন তারা। উপজেলা মৎস কমর্কতার্ মালিক তানভীর হোসেন জানান, এ বছর প্রজনন মৌসুমে অভিযান পরিচালনার খরচ বাবদ মৎস ও প্রানি সম্পদ মন্ত্রনালয় হতে ২৫ হাজার টাকা ও উপজেলা পরিষদ হতে ৩০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। যা খরচের তুলনায় অপ্রতুল। ট্রলারে জ্বালনী খরচ কম হলেও গতি কম থাকায় অভিযানে সফল হওয়া যায় না। স্পীড বোডর্ দ্বারা অভিযানে সফলতা পাওয়া যায়। কিন্তু তা অত্যান্ত ব্যায় বহুল। স্পীড বোডের্ একবার অভিযানে ১০ থেকে ১২ হাজার টাকার জ্বালনী খরচ হয়। যে কারণে কিছু সমস্যা হচ্ছে। তবে বরাদ্দ অপ্রতুল সত্যেও নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছি।