বিশ্বনাথে সেতুর মুখে গর্ত, ঝুঁকি নিয়ে চলাচল

প্রকাশ | ২৭ জুলাই ২০২১, ০০:০০

মো. কামাল হোসেন, বিশ্বনাথ (সিলেট)
গত ১৬ দিন থেকে সিলেটের বিশ্বনাথে সড়কে সেতুর মুখে বড় গর্ত থাকায় ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। যেন দেখার কেউ নেই! জনগুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে উপজেলার বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন চলাচল করে থাকেন। কিন্তু এই গর্তের মধ্যে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। রোববার বিকালে এমনই দৃশ্য দেখা যায় উপজেলার নতুন হাবড়া বাজার থেকে সিংগেরকাছ সড়কে সেতুর মুখে। এ সড়ক দিয়ে নতুন হাবড়া বাজার-দশপাইকা-সিংগেরকাছ-লামাকাজী-বিশ্বনাথ-ছালিয়াসহ বিভিন্ন এলাকার জনসাধারণ যাতায়াত করে থাকেন। জানা যায়, ওই সড়কের পাশে একটি গার্ডওয়াল রয়েছে। বৃষ্টিজনিত কারণে সড়কের মাটি সরে গিয়ে গার্ডওয়াল ভেঙে যাওয়ায় সেতুর মুখে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যান চলাচলে বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এলাকাবাসী বিশ্বনাথে উপজেলা পরিষদ-প্রশাসন ও পৌরসভার পক্ষে সরকারের বিভিন্ন বরাদ্দ দিয়ে হলেও ওই এলাকার মানুষের চলাচলের জন্য সড়কের গর্ত ও গার্ডওয়াল নির্মাণ করার দাবি জানান। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাস বলেন, সরেজমিন তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া বলেন, উপজেলা পরিষদ-পৌর প্রশাসক ও উপজেলা ইঞ্জিনিয়ারসহ তদন্ত করে সড়ক ও গার্ডওয়াল সংস্কার কাজের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।