আখাউড়া পৌরসভাকে অর্ধকোটি টাকার জমি দিচ্ছেন আইনমন্ত্রী

প্রকাশ | ৩০ জুলাই ২০২১, ০০:০০

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আখাউড়া পৌরসভার শত কোটি টাকার একটি আটকে পড়া প্রকল্প বাস্তবায়নের জন্য জমি দিচ্ছেন কসবা-আখাউড়া সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এ জন্য পৌর শহরের তারাগনে প্রায় ৩৩ শতক জমি কিনেছেন তিনি। প্রকল্পটি বাস্তবায়িত হলে পৌরবাসীর ঘরে ঘরে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত হওয়ার পাশাপাশি, শহরের জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ও পয়ঃনিষ্কাশনে ব্যাপক উন্নতি হবে। \হপৌরসভা সূত্রে জানা গেছে, আখাউড়া পৌরসভায় ওয়াটার সাপস্নাই অ্যান্ড স্যানিটেশন প্রকল্প বাস্তবায়নের জন্য ২০১৯ সালে ১২০ কোটি টাকার একটি প্রকল্প দেয় বিশ্বব্যাংক। কিন্তু প্রকল্পটির জন্য পৌরসভার চাহিদা মাফিক জমির ব্যবস্থা করতে না পারায় প্রকল্পটি ভেস্তে যেতে বসে। এ অবস্থায় পৌর মেয়র তাকজিল খলিফা কাজল বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের শরণাপন্ন হন। আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, আইনমন্ত্রী আনিসুল হক জমি কিনে পৌরসভাকে দান করার ঘোষণা দিয়েছেন। এতে পৌরবাসী বিরাট উপকৃত হলো।